আন্তর্জাতিক ক্রিকেট
অধিনায়কত্ব ছাড়তে চলেছেন নাজমুল হোসেন শান্ত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই চলছে বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল এবং ব্যর্থতার রেস। তার মাঝে যা পরিস্থিতি, তাতে বাংলাদেশের অধিনায়কের পদ থেকে নিজেই সরতে চলেছেন নাজমুল হোসেন শান্ত। শোনা যাচ্ছে দায়িত্ব ছাড়তে ইচ্ছুক তিনি নিজেই।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর মুখ থুবড়ে পড়েছে টাইগার্সরা। ভারতের মাটিতে টেস্ট এবং টি-টোয়েন্টি দুটি সিরিজেই হারের পর, নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও প্রথম টেস্টে হারতে হয়েছে শান্তদের। এই সবকিছু মিলিয়ে, এখন যা পরিস্থিতি তাতে শান্ত নিজেই চাইছেন নেতৃত্ব ছেড়ে দিতে। যদিও বোর্ডের একাংশ চাইছে, অন্তত টেস্ট এবং ওয়ানডেতে দায়িত্ব থাকুক শান্তর হাতে। বাকিটা দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ভাবা যাবে। এর পরে আবার ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। তার মধ্যে সামনের বছর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বিকল্প এখন থেকেই বেছে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে টি-টোয়েন্টিতে দায়িত্ব পেতে পারেন তৌহিদ হৃদয় এবং টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হতে পারেন মেহেদি হাসান মিরাজ। তবে এই সব কিছুই এখন নির্ভর করে আছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের উপরে।