আইপিএল
মেলেনি ছাড়পত্র, শাকিব-লিটন বাদেই আইপিএল খেলবে নাইট রাইডার্স?
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন বাংলাদেশের প্রথম সারির দুই ক্রিকেটার, শাকিব আল হাসান এবং লিটন দাস। শনিবার এই মরসুমের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা। কিন্তু বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে দলে পাবেন না নাইটরা। তবে শুধু কি এই ম্যাচ? নাকি গোটা আইপিএলই খেলতে হবে দুই ক্রিকেটারকে ছাড়াই? এখন উঠে আসছে সেই প্রশ্নই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই ছাড়পত্র পাবেন না শাকিব এবং লিটন। আয়ারল্যান্ড এর বিরুদ্ধে টেস্ট ম্যাচ না খেলে আইপিএলে যোগ দিতে পারবেন না তারা। ৪ ঠা এপ্রিল থেকে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশের টেস্ট অধিনায়ক শাকিব আল হাসান। অন্যদিকে গুরুত্বপূর্ণ ব্যাটার লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন তাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই টেস্ট ম্যাচে খেলবে তাদের দুই ক্রিকেটারই। “সামনেই আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ। আমি যতদূর জানি ওদের দুজনেরই কোন চোট নেই। তাই টেস্টে না খেলার কোন কারণ আমি দেখি না” বলেন তিনি। তবে আইপিএলের প্রশ্ন উঠতেই একটু বিরক্ত হন পাপন। তার কথা বলার সুরেই সেই বিরক্তি ফুটে ওঠে। পাপন বলেন, “কেন বারবার আমাকে একই প্রশ্ন করা হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আইপিএল এর ছাড়পত্র ওদের এখনো দেওয়া হয়নি বলেই আমি জানি। তবে আমার কানে এসেছে ওরা নাকি ছাড়পত্র পেয়ে গেছে। অন্য কেউ যদি ছাড়পত্র দিতে পারে তাহলে দিক। তবে আমার ধারণা সিদ্ধান্তে কোন বদল আসেনি। আইপিএল এর কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে কবে থেকে এই দুজন আইপিএলে যোগ দেবেন। তারপরেও বারবার একই প্রশ্ন করা হচ্ছে যা সত্যিই অপ্রত্যাশিত।”
৬ ই এপ্রিল দ্বিতীয় ম্যাচে নামবে কলকাতা নাইট রাইডার্স। পাপনের কথা থেকে স্পষ্ট যে সেই ম্যাচেও শাকিব লিটনদের দলে পাবে না তারা।