আন্তর্জাতিক ক্রিকেট
টি-টোয়েন্টির পর এবারে টেস্ট থেকে অবসর নিচ্ছেন সাকিব আল হাসান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৭ তারিখ কানপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ মুখোমুখি হতে চলেছে ভারতের। কিন্তু তার আগেই বড় ঘোষণা করলেন সাকিব আল হাসান। জানালেন কানপুর টেস্টের পর, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। যদিও তিনি চাইছেন নিজের দেশের মাটিতে খেলেই অবসর নিতে। কানপুরে টেস্টে ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের। যদি তা সম্ভব না হয় তবে কানপুরেই অবসর নেবেন সাকিব। ইতিমধ্যেই দেশের হয়ে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সেই ফরম্যাট থেকেও অবসর নিয়ে ফেলেছেন তিনি। এবারে টেস্ট থেকেও বিদায় নিতে চলেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
বাংলাদেশের জার্সিতে সাকিবের অভিষেক ঘটে ২০০৬ সালে। তার পর থেকে দেশের হয়ে ১২৫টি টি-টোয়েন্টি, ২৪৭টি ওয়ানডে ম্যাচ এবং ৬৬টি টেস্ট ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন সাকিব। অধিনায়ক হিসেবেও দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়ে এসেছেন তিনি। ধীরে ধীরে সব ধরনের ক্রিকেটে একই সময়ে প্রসিদ্ধ অলরাউন্ডারের তকমাও পেয়েছিলেন তিনি। তবে সাকিব চাইছেন বাংলাদেশেই নিজের জীবনের শেষ টেস্ট ম্যাচটি খেলতে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে। সেখানে খেলেই তিনি অবসর নিতে চান। তিনি জানিয়েছেন, “আমি চাই বাংলাদেশে খেলেই টেস্ট ফরম্যাট থেকে অবসর নিতে। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং শিখিয়েছে তাই নিজের দেশের মাটিতেই শেষ মাঠটা খেলতে চাই।” তবে বাংলাদেশে পালাবদলের পর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাকিবকে। তাই তিনি বলছেন, “মিরপুরে আমি শেষ টেস্ট ম্যাচটা খেলতে চাই। তবে সেটা সম্ভব না হলে ভারতের বিরুদ্ধে কানপুরে খেলেই আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেব।”
এছাড়াও সোনা যাচ্ছে ওডিআই ক্রিকেট থেকেও খুব তাড়াতাড়ি অবসর নিতে পারেন সাকিব। যা শোনা যাচ্ছে তাতে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে বাংলাদেশের হয়ে খেলা তাঁর শেষ আন্তর্জাতিক ওয়ানডে। তাছাড়াও সাম্প্রতিককালে খুব একটা ভাল ফর্মে নেই সাকিব। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যাট বা বল, কোনকিছুতেই খুব একটা নজর করতে পারেননি এই তারকা অলরাউন্ডার। এখন দেখার টেস্ট কেরিয়ায়ের ইতি ঘটানোর আগে নিজের নামের প্রতি সুবিচার করে স্মরণীয় পারফরম্যান্স করে ক্রিকেট প্রেমীদের উপহার দিতে পারেন কিনা সাকিব আল হাসান!