ক্রিকেট

ক্রিকেটে নতুন হাওয়া আনতে চান সার্ভোটেক

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বঙ্গ ক্রিকেটে বিপ্লবের হাওয়া তুলে এবার আসতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। আইপিএলের ধাঁচেই বাংলায় হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ। মোট আটটি দল নিয়ে আয়োজিত হবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। অন্যান্য রাজ্যে আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজ়ি লিগ চালু হলেও শুধু পুরুষদের মধ্যেই তা সীমাবদ্ধ রয়েছে। পুরুষদের প্রতিযোগিতার পাশাপাশি মহিলাদেরও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে সিএবি। বুধবার শহরের এক পাঁচতারা হোটেলে উপস্থিত ছিল সার্ভোটেক নামে এক বেসরকারি প্রতিষ্ঠান। মোট আটটি দলের মধ্যে সাতটি দল কিনতে চলেছে কলকাতার নামী বেসরকারি প্রতিষ্ঠান গুলি। এটিই একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যেটা দিল্লি থেকে বাংলায় আসছে বেঙ্গল প্রিমিয়ার লিগে দল কিনতে। এখনও পর্যন্ত যা সম্ভবনা তাতে শিলিগুড়ি থেকে দল তৈরি করতে পারে সার্ভোটেক। তবে তাদের পছন্দের মধ্যে রয়েছে কলকাতা এবং হাওড়া। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কথায় “আমরা চাই ভারতীয় ক্রিকেটে কিছু অবদান রাখতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version