আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান সরফরাজের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মরসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সরফরাজ খান। আর সেই ধারাবাহিকতা বজায় রেখেই ব্যাট থেকে এল শত রানের ইনিংস। ৪৬ রানে শেষ হয়ে যাওয়ার পর এই ইনিংসের জন্য তিনি শুধু মিডিল অর্ডারে নিজের জায়গায় পাকা করলেন না। বরং এই রান করে ভারতকে লড়াইয়েও ফেরালেন।

মাত্র ১৭ বছর বয়সেই ক্রিকেটবিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন সরফরাজ। ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। তাছাড়াও দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ২০০৯ সালে, হ্যারিস শিল্ডের একটি ম্যাচে গোটা ক্রিকেটবিশ্বে সাড়া ফেলে দিয়েছিল তার ৪৩৯ রানের ইনিংস। মাত্র ১২ বছর বয়সে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ২১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল এই তরুণ। তারপরেই সরফরাজ সুযোগ পেয়ে যান মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে ভাল খেলার সুবাদে ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও সুযোগ পান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর প্রথম শতরান। শুক্রবার, তৃতীয় দিনের খেলায় সরফরাজ এবং বিরাট মিলে ১৩৬ রানের জুটি তৈরি করেন। তাঁদের সেই জুটির জেরে আশা জেগেছিল ভারতবাসীর মনে। কিন্তু তৃতীয় দিনের শেষ বলে আউট হয়ে যান বিরাট। তবে বিরাটের আউট হওয়ার পর দায়িত্ব অনেকটাই বেড়ে গিয়েছিল সরফরাজের। কিন্তু পরের দিন টিম সাউদির ওভারের তৃতীয় বলটি ব্যাক ফুটে এসে কভারের দিকে বাউন্ডারির জন্য ঠেলে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের কাঙ্ক্ষিত প্রথম শতরানটি করে ফেলেন সরফরাজ খান। হেলমেট খুলে নিজের এই মুহূর্ত উপভোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version