আন্তর্জাতিক ক্রিকেট

SA vs IND: বড় জয় দিয়েই সিরিজে যাত্রা শুরু ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকমাস আগে এই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারে আবারও সেই একই প্রতিপক্ষকে হেলায় হারাল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসনের দুরন্ত শতরানের ইনিংস এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সাহায্যে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারল তাঁরা। যার ফলে সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নিতে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল মার্করামরা। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা। এই সিরিজে নেই দলের তারকা পেসার যশপ্রীত বুমরাও। ফলে তাদের ছাড়াই এই সিরিজে খেলতে নামতে হয়েছে ভারতকে। তবে বিশ্বকাপ দলের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়ে মাঠে নামলেও ভারতের তরুণদের সামনে কার্যত আত্মসমর্পণ করতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। অপরদিকে ভাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের মাধ্যমে গোটা ম্যাচ নিয়ন্ত্রণ করে গেছে ভারত।

এদিকে নিজের ফর্ম ধরে রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নজির গড়লেন সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলে, প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর দুটি শতরান করার নজিরও গড়লেন তিনি। অপরদিকে রোহিত শর্মার অবসর নেওয়ার পরে ওপেনিংয়ের জায়গায় নিজের নাম পাকা করে ফেলেছেন সঞ্জু স্যামসন। তবে চিন্তা দ্বিতীয় ওপেনার নিয়ে। অভিষেক শর্মাকে ভরসা হিসেবে ধরা হলেও আশানুরূপ ফল করতে পারেননি প্রথম ম্যাচে। মাত্র ৭ রান করেই তাকে ফিরে যেতে হয়। ফলে শুভমন গিল যদি টি-টোয়েন্টি দলে ফেরেন, তাহলে চিন্তা বাড়বে অভিষেক শর্মার।

এদিকে গোটা ম্যাচে সঞ্জু স্যামসন ভাল প্রদর্শন করলেও, চিন্তা থাকবে মিডল অর্ডার নিয়ে। ১৫.৩ ওভারে যখন সঞ্জু আউট হলেন, ভারতের রান তখন ছিল ১৭৫। তবে সেখান থেকে বাকি ব্যাটাররা সকলেই তাড়াহুড়ো করতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষের ৬ ওভারে মাত্র ৪০ রান তুলতে পেরেছে ভারত। বাকি ব্যাটাররা রান করতে পারলে আরও বড় রানের দিকে এগিয়ে যেতে পারত সূর্যাকুমার যাদবরা। অপরদিকে ব্যাট করতে নেমে আগ্রাসী মনোভাব নিয়ে রান তাড়া করার মানসিকতা দেখান অধিনায়ক এডেন মার্করাম। আরশদীপের বলে পরপর দুটি চার মেরে নিজের মানসিকতা স্পষ্ট করে দিলেও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। আরশদীপের বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। অপরদিকে ব্যাট হাতে ব্যার্থ হন ক্লাসেন এবং ডেভিড মিলার। স্পিনারদের বিরুদ্ধে বারবার পরাস্ত হলেন দুজনেই। অপরদিকে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের পর নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। কেকেআরে পরপর দুই মরশুম ভাল খেলার পর জাতীয় দলে ফিরেও ফর্ম হারাননি তিনি। তাঁর বোলিংয়ের ঘূর্ণিতে রেহাই পাননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version