আন্তর্জাতিক ক্রিকেট

রোহিতের ‘পরিকল্পনার অভাব’কেই দায়ী করলেন মঞ্জরেকর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর এবার অধিনায়ক রোহিত শর্মাকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় অধিনায়কের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তিনি।

প্রথম ইনিংসে অষ্টম উইকেটে ১৩৭ রান যোগ করে নিউজিল্যান্ড। প্রথম থেকেই যেন একটু ছন্নছাড়া দেখাচ্ছিল রহিত শর্মাকে। শেষে যখন তিনি হাল ধরলেন ততক্ষণে ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার রবীন্দ্র জাদেজাকে ব্যবহার করলেন অনেকটা দেরিতে। উল্টোদিকে কোন ছাপ ফেলতে না পারা সত্ত্বেও অনেক বেশি ব্যবহৃত হলেন মহম্মদ সিরাজ। সেই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “পেসাররা উইকেট তুলে আনতে পারে। তবে রানের কথাটাও মাথায় রাখতে হবে। সিরাজের ক্ষেত্রে এক বা দুই ওভার এবং বুমরাহর ক্ষেত্রে বেশি ওভার মানা যায়। কিন্তু সেখানেই সিরাজকে ব্যবহার করা হল অনেক বেশি। হাতের রান কম থাকা অবস্থাতে ছ’ওভার টানা সিরাজকে দিয়ে বল করানোটা আমাকে অবাক করেছে। অন্যদিকে অশ্বিনকে ব্যবহার করা হল নতুন বলে। বুমরাহর সাথেই যদি ও শুরু করত আমার মনে হয় ফলাফল পাল্টাতে পারত। এমনকি ইনিংসের চতুর্থ ওভারেও অশ্বিনকে নিয়ে এলেও নিউজিল্যান্ডকে বেশ কিছুটা চাপে রাখা যেত। রোহিত শর্মার অধিনায়ক করতে পরিকল্পনার যথেষ্ট অভাব ছিল এবারে। এই বিষয়টাই আমাকে অনেক বেশি হতাশ করেছে।” তিনি আরো বলেন, “প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং পারফরমেন্স ছিল জঘন্য। সেখানে দাঁড়িয়ে সামনে কি হতে চলেছে সেটা সবাই জানত। সাড়ে তিনশো রানে পিছিয়ে থাকার পর বেশি ভাবার অবকাশ থাকে না, তখন শুধু ব্যাট আর বল মাথায় রাখতে হয়। পরের দিকে অনেকেই ভালো পারফরমেন্স করেন, বেশ কিছু মজবুত পার্টনারশিপও তৈরি হয়। সেই কারণেই আমরা আবার ম্যাচে ফিরতে পেরেছিলাম। নিঃসন্দেহে ভারতের চেষ্টার তুলনা করতে হবে। প্রথম ইনিংসের বিধ্বস্ত অবস্থার পরেও এভাবে যে রোহিতরা ম্যাচে ফিরবেন তা প্রায় অকল্পনীয়ই ছিল।”

প্রসঙ্গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে পৌঁছতে হলে এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি বাকি অর্থাৎ মোট সাতটি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি ম্যাচ জিততেই হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচে রোহিতরা কিভাবে মোকাবিলা করেন সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version