আন্তর্জাতিক ক্রিকেট

PAK vs ENG: ৪৫০ দিন বাদে টেস্ট জয় পাকিস্তানের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান। তারপর ৪৫০ দিন বাদে শুক্রবার আবার জিতল তারা। তবে এবারে তারা জয় পেয়েছে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই ১৫০ রানে ঘরের মাঠে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।

প্রথম টেস্ট ম্যাচে এই মুলতানের মাঠেই পাকিস্তান হেরেছিল এক ইনিংস এবং ৪৭ রানে। সকলেই তখন মনে করছিল যে এই সিরিজে পাকিস্তানের পক্ষে ফেরৎ আসা সম্ভব হবে না। তার উপর মুলতানে প্রথম টেস্ট যে পিচে খেলা হয়েছিল, সেই পিচেই দ্বিতীয় টেস্ট হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। অপরদিকে পাকিস্তান দল দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেয় তাদের তারকা ক্রিকেটার নাসিম শাহ, বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে। বাবরের বদলে দলে আসা কামরান গুলাম অভিষেক টেস্টেই শতরান করেন। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৯১ রানে শেষ হয়ে যায় ব্রিটিশরা। একমাত্র ওপেনার বেন ডাকেটের ১১৪ রান ছাড়া, তেমন রান পাননি বাকি ইংরেজ ব্যাটাররা। পাকিস্তানের হয়ে সাজিদ খান তার দুরন্ত অফ স্পিনের জাদুতে একাই তুলে নেন ৭টি উইকেট। অপরদিকে দ্বিতীয় ইনিংসে সলমন আঘার ৬৩ রানের সুবাদে ২২১ রান তোলে পাকিস্তান। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ২৯৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার নোমান আলি। জো রুট, বেন স্টোকসদের আউট করে দ্বিতীয় ইনিংসে একাই ৮ উইকেট নেন নোমান। প্রথম ইনিংসেও তিনটি উইকেট নিয়েছিলেন নোমান। ফলে প্রথমবারের জন্য কোনও ম্যাচে ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version