আন্তর্জাতিক ক্রিকেট

শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের এই ওপেনার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে না তরুণ ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে। প্রসঙ্গত ডান হাতের কব্জিতে চোট পাওয়ার কারণে এই সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি রুতুরাজ। এবার শনিবার বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হল যে চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি।

বোর্ড সচিব জয় শাহ জানিয়েছে, লখনৌয়ে প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে কব্জিতে ব্যথার কথা জানিয়েছিলেন রুতুরাজ। এরপরে বিসিসিআইয়ের চিকিৎসকরা তাকে এমআরআই করানোর পরামর্শ দেন। সেখানেই এমআরআই করে দেখা গেছে বাকি ম্যাচে আর খেলার অবস্থায় নেই তিনি। রুতুরাজকে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে পাঠানো হচ্ছে এবং তার জায়গায় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ময়ঙ্ক আগরওয়ালকে।

প্রসঙ্গত এই সিরিজ শুরুর আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে এই সিরিজে ওপেন করবেন ঈশান কিষান এবং রুতুরাজ গায়কোয়াড়। তবে চোটের কারণে একটি সুযোগও না পেয়ে ছিটকে গেলেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে রোহিত ওপেন করেন ঈশানের সঙ্গে। দু’জনে ১১১ রানের জুটি গড়েন। ৫৬ বলে ৮৯ রান করে ম্যাচের সেরাও হন ইশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version