Connect with us

ক্রিকেট

দলীপ ট্রফিতে চোট রুতুরাজের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলীপ ট্রফির ভারত ‘বি’ বনাম ভারত ‘সি’ ম্যাচ চলাকালীন চোট পেলেন ভারত ‘সি’ দলের অধিনায়ক রুতুরাজ গাইকওয়াড। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের। তারই প্রথম ম্যাচে টসে জিতে ভারত ‘সি’ দলকে প্রথম ব্যাট করতে পাঠায় ভারত ‘বি’। ইনিংসের প্রথম বলে বাংলার মুকেশ কুমারকে চার মারেন রুতুরাজ। দ্বিতীয় বল খেলতে গিয়েই চোট লাগে তাঁর। চোটের কারণে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। রুতুরাজের পরিবর্তে ব্যাট করতে আসে রজত পতিদার।

এর আগের রাউন্ডে ভারত ‘ডি’ দলকে হারিয়ে এসেছে রুতুরাজের ভারত ‘সি’। সেই ম্যাচে ৪৮ বলে ৪৬ রান করেন রুতুরাজ। কিন্তু এই ম্যাচে হঠাৎই চোট পান তিনি। চোট কতটা গুরুতর সেটাও জানা যায়নি এখনও। বেশ কয়েকদিন ধরেই লাল বল ক্রিকেটে খুব একটা ভালো ভাগ্য যাচ্ছে না রুতুরাজের। গতবছর দক্ষিণ আফ্রিকার টেস্ট সফরে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। এখন ভারতের সামনে রয়েছে দীর্ঘ টেস্ট মরশুম। রুতুরাজ তাই চাইবেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ভারতের টেস্ট দলে নিজের জায়গাটা পাকা করে নিতে।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: অশ্বিন-জাদেজার পার্টনারশিপে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট। চেন্নাইতে মেঘলা আবহাওয়ায় প্রথম ব্যাট করতে নামে ভারত। দীনেশ কার্তিক ম্যাচ শুরুর প্রথমে বলেন, “ওয়েদারটা অনেকটা লন্ডনের মত। তবে এখানে জোরে বোলারদের আধিপত্য বেশি থাকবে।” প্রথম দিনের খেলা শেষে আশ্বিন এবং জাদেজার অপরাজিত ১৯৫ রানের জুটিতে ৬ উইকেটে স্কোর ৩৩৯ রান ভারতের।

যদিও সকালের দিকে ভারতের ব্যাটিং খুব একটা ভাল হয়নি। বাংলাদেশের বোলার হাসান মাহমুদ ভারতের টপ অর্ডারকে প্রথম এক ঘণ্টার মধ্যেই সাজঘরে ফিরিয়ে দেন। পরে যদিও ঋষভ পন্থ ও যশস্বীর মধ্যে একটা অর্ধ শতরানের জুটি হয়। কিন্তু সেটাও ভেঙে দেন হাসান। অপরদিকে ওপেনার যশস্বীকে ৫৬ রানে আউট করে দেন নাহিদ রানা। কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৪।

বাংলাদেশ ভেবেছিল ভারতকে ২০০ রানের মধ্যেই অলআউট করে দেবে, কিন্তু জাদেজা এবং অশ্বিন তাঁদের আশাকে চুরমার করে দিয়েছিলেন। তাদের অপরাজিত ১৯৫ রানের জুটি, যা সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটি। অপরদিকে অশ্বিন, এই ফরম্যাটে তাঁর কেরিয়ায়ের ষষ্ঠ সেঞ্চুরি করেন এদিন। এই সেঞ্চুরিটি অশ্বিনের ঘরের মাঠে দ্বিতীয় এবং কেরিয়ারের দ্রুততম সেঞ্চুরি। এবং জাদেজাও তাঁর শতরানের কাছাকাছি পৌঁছে যান। ভারত ৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে। এবারে দেখার দ্বিতীয় দিনে খেলতে নেমে বোর্ডে আরও কত রান যোগ করতে পারেন জাদেজা ও অশ্বিনরা!

Continue Reading

আইপিএল

নভেম্বরেই হবে আইপিএল মেগা নিলাম

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত নভেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন আইপিএলের মেগা নিলাম। যা শোনা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি এই মেগা নিলামের আসর বসতে পারে। সময় এগিয়ে এলেও এখনও বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়ম।

এবার বিদেশের মাটিতেই বসতে চলেছে এই নিলামের আসর। ভারতে এটি অনুষ্ঠিত হবেনা তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। গতবারের নিলামের ভেন্যু ছিল দুবাই। যদিও গতবার হয়েছিল মিনি নিলাম। কিন্তু শোনা যাচ্ছে এবারের মেগা নিলাম লন্ডনে আয়োজিত হতে পারে। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, দুবাইতে নিলাম হওয়ার আয়োজনের প্রস্তাবও রাখা হয়েছে। তবে সবটাই এখন আলোচনার পর্যায়ে রয়েছে।

এছাড়াও শোনা যাচ্ছে ডিসেম্বরের বদলে নভেম্বরেই হয়ে যেতে চলেছে আসন্ন আইপিএল মরশুমের নিলাম। কিন্তু এর ফলে ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব একটা সুবিধে হচ্ছেনা। কারণ বিসিসিআইয়ের তরফে এখনও জানানো হয়নি খেলোয়াড় রিটেনশনের নিয়মগুলি। কতগুল করে খেলোয়াড় ধরে রাখা যাবে সেই নিয়ে এখনো ভিন্নমত রয়েছে। বোর্ডের সঙ্গে আইপিএল দল গুলি বৈঠকে বসলেও এখনও চূড়ান্ত কিছু যানা যায়নি বলেই খবর। যা শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকেই নিয়ম জানিয়ে দেবে বোর্ড।

নভেম্বরের ১৫ তারিখের মধ্যেই সমস্ত দল গুলিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা জমা করে দিতে হবে বোর্ডের কাছে। তার পরে নিলামের দিন ধার্য করবে বোর্ড।

Continue Reading

ক্রিকেট

মহেন্দ্র সিং ধোনি নিয়ে খোলামেলা বিরাট, জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মাঠের বাকবিতণ্ডা থেকে ড্রেসিংরুম শেয়ার, অনেকটা পথ একসাথে হেঁটে ফেলেছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। একাধিকবার মাঠে দুজনের মধ্যে বচসার সাক্ষী থেকেছে ক্রিকেট দুনিয়া। সেই গৌতম গম্ভীরই এখন জাতীয় দলের কোচ। তবে অতীতকে পিছনে ফেলে কোহলি এবং গম্ভীর দুজনেই সামনের লক্ষ্যে স্থির, একথা স্পষ্টই বোঝা গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশ করা একটি ভিডিওতে। সেখানে মুখোমুখি আড্ডা জমালেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। উঠে এলো অজানা নানা তথ্য।

২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সিরিজের কথা উঠতেই যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন বিরাট, সে কথা জানালেন তিনি। মহেন্দ্র সিং ধোনি তখন অবসর ঘোষণা করেছেন টেস্ট ক্রিকেট থেকে। স্বাভাবিকভাবেই দলের দায়িত্ব গিয়ে পড়ে বিরাট কোহলির উপর। সেই প্রসঙ্গে বিরাট বলেন, “আমার কাছে সবথেকে চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল এটাই। তোমরা তখন নতুনদের জন্য জায়গা করে দিয়েছ, অন্যদিকে মাহি ভাই টেস্ট অধিনায়কত্ব থেকে অবসর নিল। আমরা তখনো ট্রানজিশন পিরিয়ড কাটিয়ে উঠতে পারিনি। আমার বয়স তখন ২৫, আর তাই আরো কয়েকজন ২৪ ২৫ বছরের ছেলেকে নিয়ে কী করে এত বড় দায়িত্ব পালন করব আমার মাথাতেই আসছিল না। তারপর মনে হল ঠান্ডা মাথায় বসে কোন পরিকল্পনা করা উচিত। হুটহাট এই ধরনের কাজ করা চলে না। তখন ঠিক করি একটু দূরের কথা ভাবব। আগামী ৭ বছরে আমি দলকে কোথায় নিয়ে যেতে চাই সেটা ভাবতে গিয়েই সমাধান পেয়ে গেলাম। আমাদের প্রয়োজন ছিল বেশ কয়েকজন ফাস্ট বোলার। তার সাথে এমন ব্যাটার যারা দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকতে পারে। পাঁচজন ব্যাটার এবং একজন উইকেট রক্ষক মিলিয়ে মোট ৩৫০ থেকে ৪০০ টার্গেট সেট করেছিলাম। সাত নম্বরটা আমাদের অপশনই ছিল না। আর এই চ্যালেঞ্জটাই আমার জেদকে আরো বাড়িয়ে দিয়েছিল নিজেকে প্রমাণ করার জন্য ” বলেন বিরাট। জবাবে গম্ভীর জানান, “আমি অনুমান করতে পারি তোমার উপর দিয়ে কতটা চাপ গেছে। মাত্র ২৫ বছর বয়সে তুমি যা করে দেখিয়েছ তা অসাধারণ। তোমাদের বোলিং ইউনিট খুব শক্তিশালী ছিল। এটা মাথায় রাখতেই হবে টেস্ট ক্রিকেট ২০ টা উইকেট নিলে তবে জেতা যায়। সেক্ষেত্রে বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই দেশের অন্যতম সফল টেস্ট অধিনায়ক হিসেবে তোমাকে মনে রাখবে ভারত। তবে এরপরেও তোমার ক্রেডিট প্রাপ্য নিজের ব্যাটিং স্কিল এর পাশাপাশি নিজের দৃঢ় মনোভাবের জন্য। অ্যাডিলেডে আমার সেই ইনিংসটার কথা মনে আছে। ৪০০ রানের টার্গেট ছিল আমাদের সামনে আর তুমি সেই ম্যাচটাও জিততে চেয়েছিলে। এই হার না মানা মানসিকতাটা খুব জরুরী। তুমি অধিনায়ক থাকাকালীন দলের মধ্যে যে জেদ, যে অ্যাগ্রেশন, যে স্পিরিট নিয়ে এসেছিলে সেটাই আজকের দিনেও আমাদের প্রয়োজন।”

মাঠে লড়াই মাঠে ভুলে দুই ক্রিকেটারই যে এখন হাত মিলিয়েছেন তা বলাই বাহুল্য। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দুজনের এই মেলবন্ধন যে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে যুগান্তকারী ফলাফল আনতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading

Trending