আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: আফগানদের হেলায় হারিয়ে ‘সেকেন্ড বয়’ ভারত…

Published

on

সৌরভ রায়, দিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের অনায়াস জয়। আর এই জয়েই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তারা টপকে গেল পাকিস্তানকে। ভারতের এই মুহূর্তে নেট রান রেট +১.৫০০। ঝোড়ো সেঞ্চুরি করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভাঙলেন একাধিক রেকর্ড।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান করে আফগানিস্তান। অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ৮৮ বলে ৮০ রান করেন। আজমাতুল্লা ওমারজাই ৬৯ বলে ৬২ রান করেন। চতুর্থ উইকেটের পার্টনারশিপে ওঠে ১২১ রান। একটা সময় মনে হচ্ছিল ৩০০ রানের গন্ডি পেরিয়ে যাবে আফগানরা। হার্দিক পান্ডিয়া এই জুটি ভেঙে দেন। শেষ অবধি ভারতের সামনে ২৭৩ রানের টার্গেট দেয় আফগানরা। জসপ্রীত বুমরা ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে ভারত শুরু থেকেই আত্ববিশ্বাসী। গত ম্যাচে ভারতের দুই ওপেনার ফিরেছিলেন খালি হাতে। এদিন ওপেনিং জুটিতেই উঠল ১৫৬ রানে। রোহিত শর্মা করলেন ৮৪ বলে ১৩১। ইনিংসে ছিল ৫টি ছয় এবং ১৬টি চার। এদিন বিশ্বকাপের মঞ্চে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত। ১৯টি ইনিংসে এই রেকর্ড করলেন তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান করার নজির গড়লেন তিনি। এই ম্যাচেই ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৬ মারার রেকর্ড গড়লেন তিনি। বিশ্বকাপের ইতিহাসের সবথেকে বেশি শতরানের রেকর্ডও এদিন নিজের দখলে নিলেন তিনি। রোহিতের সঙ্গেই অর্ধশতরান করলেন বিরাট কোহলি (অপরাজিত ৫৫)। ঈশান কিশান করলেন ৪৭ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version