Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: আফগানদের হেলায় হারিয়ে ‘সেকেন্ড বয়’ ভারত…

Published

on

সৌরভ রায়, দিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটের অনায়াস জয়। আর এই জয়েই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। তারা টপকে গেল পাকিস্তানকে। ভারতের এই মুহূর্তে নেট রান রেট +১.৫০০। ঝোড়ো সেঞ্চুরি করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ভাঙলেন একাধিক রেকর্ড।

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান করে আফগানিস্তান। অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ৮৮ বলে ৮০ রান করেন। আজমাতুল্লা ওমারজাই ৬৯ বলে ৬২ রান করেন। চতুর্থ উইকেটের পার্টনারশিপে ওঠে ১২১ রান। একটা সময় মনে হচ্ছিল ৩০০ রানের গন্ডি পেরিয়ে যাবে আফগানরা। হার্দিক পান্ডিয়া এই জুটি ভেঙে দেন। শেষ অবধি ভারতের সামনে ২৭৩ রানের টার্গেট দেয় আফগানরা। জসপ্রীত বুমরা ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

জবাবে ব্যাটিং করতে নেমে ভারত শুরু থেকেই আত্ববিশ্বাসী। গত ম্যাচে ভারতের দুই ওপেনার ফিরেছিলেন খালি হাতে। এদিন ওপেনিং জুটিতেই উঠল ১৫৬ রানে। রোহিত শর্মা করলেন ৮৪ বলে ১৩১। ইনিংসে ছিল ৫টি ছয় এবং ১৬টি চার। এদিন বিশ্বকাপের মঞ্চে ১০০০ রান পূর্ণ করলেন রোহিত। ১৯টি ইনিংসে এই রেকর্ড করলেন তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে বিশ্বকাপে ১০০০ রান করার নজির গড়লেন তিনি। এই ম্যাচেই ক্রিস গেইলকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৬ মারার রেকর্ড গড়লেন তিনি। বিশ্বকাপের ইতিহাসের সবথেকে বেশি শতরানের রেকর্ডও এদিন নিজের দখলে নিলেন তিনি। রোহিতের সঙ্গেই অর্ধশতরান করলেন বিরাট কোহলি (অপরাজিত ৫৫)। ঈশান কিশান করলেন ৪৭ রান।

আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: নিউজিল্যান্ডের কাছে হারে অখুশি কিংবদন্তি কপিল দেব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে দুই টেস্টেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। সেই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাও এখন প্রশ্নের মুখে। তার মাঝেই ভারতের এই বিশ্রী পারফরমেন্সে অখুশি প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

সকাল সকাল যাচ্ছিলেন গল্‌ফ কোর্সের দিকে। কিছুতেই যেন দুটো টেস্টে নিউজিল্যান্ডের কাছে হারটা মেনে নিতে পারছিলেন না কপিল দেব। তিনি বলেন, “আমাদের দল সোজা ব্যাটে খেলতে ভুলেই গেছে। সত্যিই স্কোরবোর্ডের দিকে তাকালে লজ্জা লাগছে”। এছাড়া “উইকেট খারাপ ছিল” এমন মন্তব্য করেছে ভারতীয় দল। সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “উইকেট তো ভারতীয় বোর্ড বানিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের লোকেরা তো এসে বানিয়ে যায়নি। আর যদি খারাপ উইকেট হত, তাহলে পৌনে তিনদিনে ৯০০ রান তোলা সম্ভব হত না। এগুলো শুধুই অজুহাত দেওয়ার চেষ্টা চলছে। পুনেতে স্পিন উইকেটের কাছে আমরা পুরো কেঁপে গেলাম। একজন বাঁ-হাতি স্পিনারের বিরুদ্ধে আত্মসমর্পণ করল ভারতীয় দল। আর সব থেকে বড় বিষয় ছিল, নিজের দেশের মাঠে এক যুগ পর টেস্ট সিরিজ হারতে হল ভারতকে।”

ভারতের এর পরের টেস্ট রয়েছে মুম্বইতে। সেই বিষয়ে কপিল দেবকে বলা হলে তিনি জানান, “খাতায়-কলমে ভারত অনেক শক্তিশালী দল। তবে নিজেদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া খেলেও নিউজিল্যান্ড সিরিজ জিতে দেশে ফিরবে। এখন দেখছি ভারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কিনা, সেই নিয়ে বেশ চিন্তিত সকলে। তবে সামনে সিরিজের শেষ টেস্ট ম্যাচ মুম্বাইতে খেলবে ভারত। তবে সেখানে জয় পেলেও তো সিরিজ জিততে পারবে না ভারত।”

এই টেস্ট সিরিজ হারের মূল কারণ হিসেবে ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন কপিল। তার পাশাপাশিই সামনেই অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে যাবে ভারত। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বেঙ্গালুরু এবং পুনে টেস্ট থেকে শিক্ষা নিতে হবে ভারতকে। যদি তা না নেয়, তাহলে অস্ট্রেলিয়া সফরে ভারী বিপদের মুখে পড়বে দল। নিউজিল্যান্ড টেস্ট হারাটা বড় ফ্যাক্টর। অপরদিকে বেঙ্গালুরুতে টসে জিতে ব্যাটিং নেওয়াটা ছিল মস্ত বড় ভুল।”

এছাড়া দ্বিতীয় টেস্টে নজর কেড়েছেন ভারতের ডান- হাতি স্পিনার ওয়াশিংটন সুন্দর। তাঁর ব্যাপারে কপিল দেব বলছেন, “খুব বুদ্ধিমান বোলার ওয়াশিংটন। স্পিন উইকেটে যেই বোলার উইকেটের সোজা বল করতে পারবে, সেই বিপক্ষ ব্যাটসম্যানদের ফাঁদে ফেলবে। তবে এখন থেকেই ভবিষ্যদ্বাণী করা উচিত নয়। ভাল খেললে হয়ত পরবর্তীতে একজন ম্যাচ উইনিং বোলার হয়ে উঠবে সুন্দর।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

আসন্ন জিম্বাবোয়ে সফরে দলে নেই বাবর আজম, শাহিন আফ্রিদিরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টে দলে ছিলেন না প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তবে তাঁর অনুপস্থিতিতে কোনও অসুবিধে হয়নি। বরং সেই দুটো টেস্টেই জিতেছে পাকিস্তান। এই একই ঘটনা ঘটেছে শাহিন আফ্রিদি ও নাসিম শাহর সঙ্গেও। তবে অস্ট্রেলিয়া সফরে দলে থাকলেও, জিম্বাবোয়ে সফরে বাদ পড়লেন পাকিস্তানের এই তারকারা।

ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও হারের মুখে দেখেছিল পাকিস্তান। তার পরই দল থেকে বাদ পড়েন বাবর, শাহিনরা। শুধু তাই নয়, ফর্মের ধারেকাছে ছিলেননা তাঁরা। সেই কারণেই এই বড় সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অপরদিকে গত ১৮ ইনিংসে, কোনও হাফসেঞ্চুরি আসেনি বাবরের ব্যাট থেকে। এছাড়া ২৬ ওভার বল করে শাহিন আফ্রিদি মাত্র একটি উইকেট নিয়ে দিয়েছিলেন ১২০ রান।

অপরদিকে বাবর, শাহিন ছাড়া শুরু করেই, ইংল্যান্ডকে বাকি দুটি টেস্টে হারিয়ে সিরিজ যেতে পাকিস্তান। ইতিমধ্যেই জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি পাকিস্তানি এই তারকারা। তারই সঙ্গে অস্ট্রেলিয়া সফরের জন্যও দল ঘোষণা করে দিয়েছে পিসিবি। সেখানেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে সেই দলে প্রত্যাবর্তন ঘটেছে বাবরদের। এবারে দেখার অস্ট্রেলিয়া সফরে কতটা ছন্দে ফিরতে পারেন এই তারকারা।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: ক্ষমা চাইলেন শামি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চোট থেকে এখনও পুর সুস্থ হয়ে উঠতে পারেননি ভারতের তারকা পেসার মহম্মদ শামি। যার ফলে বর্ডার-গাভাস্কার ট্রফির দলে সুযোগ পান নি তিনি। যদিও শামি নিজেই জানিয়েছিলেন যে, কোনওরকম ব্যথা নেই তাঁর। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণে, অস্ট্রেলিয়া সফরে তাঁকে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই সিরিজে খেলার সুযোগ না পেয়ে প্রথমবার মুখ খুললেন ভারতীয় পেসার।

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে এই মুহূর্তে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া চালাচ্ছেন শামি। কয়েকদিন আগে চিন্নাস্বামীতে তাঁকে দেখা গিয়েছিল পূর্ণ রানআপে বল করতে। ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল নজর রেখেছিলেন শামির ওপর। সেদিন তাঁকে অনুশীলনে দেখে মনে হয়েছিল, হয়ত বর্ডার-গাভাস্কার ট্রফির আগে পুরো সুস্থ হয়ে যাবেন তিনি। কিন্তু তা হয়নি। ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি তিনি। এদিকে নিজের সমাজমাধ্যমে তিনি জানিয়েছেন, “দ্রুত লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছি এবং নিজের সেরাটা দিচ্ছি।” এছাড়া বিসিসিআই এবং সমর্থকদের কাছে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ফিট হয়ে না উঠতে পারার জন্য ক্ষমা চেয়েছেন শামি। তিনি বলেছেন, “ক্রিকেট সমর্থক এবং বোর্ডের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে দ্রুত লাল বলের ক্রিকেট খেলার জন্য নিজেকে ফিট করে তুলব আমি।” শোনা যাচ্ছে বাংলার হয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের কয়েকটা ম্যাচ খেলবেন শামি।

এদিকে বোর্ড থেকে খবর পাওয়া যাচ্ছে, বর্ডার-গাভাস্কার ট্রফির আগে ঘরোয়া ক্রিকেটে খেলে যদি ফিট হতে পারেন শামি, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে তাঁকে নিয়েই সফরে যাবে ভারতীয় দল।” এবারে দেখার এই সফরের আগে নিজেকে কতটা সুস্থ করে তুলতে পারেন ভারতের এই তারকা পেসার।

Continue Reading

Trending