আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।

প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version