Connect with us

ক্রিকেট

অভিষেকেই নজর কাড়লেন তরুণ যশস্বী জয়সওয়াল, এলিট ক্লাসে নাম লেখালেন যশস্বী

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ মাত্র ১৫০ রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দিয়ে শুরু থেকেই ম্যাচের দখল নিয়েছিল ভারত। সেই আধিপত্য বজায় রইলো দ্বিতীয় দিনেও। প্রথম দিনের রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের অপরাজিত ৮০ রানের জুটি ২০৯ রানে গিয়ে থামল। ভারতের হয়ে দুই ওপেনার শুধু সেঞ্চুরিতেই সীমাবদ্ধ থাকলেননা। ভারতের হয়ে নাম লেখালেন একাধিক রেকর্ডের খাতায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাদিক ওপেনিং জুটিতে রান যোগ করলেন দুজনে। ২০০২ সালে সেওয়াগ এবং সঞ্জয় বাঙ্গারের ২০১ রানের করা জুটির রেকর্ড ভাঙলেন তারা। ১৭ তম ব্যাটসম্যান হিসাবে ভারতের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা, পৃথ্বী স্ব-এর পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অভিষেকেই শতরান করার নজিরও গড়লেন তিনি। আথানাজির বল স্কোয়্যার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান নিয়ে শতরান সম্পূর্ণ করে ছুটে গেলেন সতীর্থ রোহিত শর্মার দিকে। প্যাভিলিয়ন থেকে ভেসে এল অভিনন্দনের জোয়ার। রোহিত-যশস্বীর জুটিতে ২০০ রানের পার্টনারশিপ ভারতকে ভালো জায়গায় পৌঁছে দিল।

তরুণ যশস্বীর পাশাপাশি শতরান পূর্ণ করলেন অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন পর রানে ফিরলেন রোহিত। ২২১ বল খেলে করলেন ১০৩ রান। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৩১২ রান। যশস্বী অপরাজিত ১৪৩ রানে এবং কোহলি ক্রিজে রয়েছেন অপরাজিত ৩৬ রানে। এই দিন আরও এক রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে ঢুকে পড়লেন কোহলি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। কোহলির সামনে এখন আরেক ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ। দ্বিতীয় দিনের শেষে ১৬২ রানে এগিয়ে রয়েছে ভারত। যেভাবে ব্যাট হাতে ডোমিনিকা শাসন করছে তিরুন যশস্বী, তা দেখে দ্বীশতরানের স্বপ্ন দেখছেন ভারতের ক্রিকেট প্রেমীরা।

ক্রিকেট

দলীপ ট্রফিতে ব্যর্থ সঞ্জু, শ্রেয়াস

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ব্যাট হাতে দলীপ ট্রফিতে ব্যর্থ ভারতের দুই তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। প্রথমবারের জন্য দলীপ ট্রফি খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হল না সঞ্জুর। বেশ কয়েকদিন ধরেই লাল বল ক্রিকেটে সময় ভালো যাচ্ছেনা সঞ্জুর। এদিন ব্যক্তিগত ৫ রানের মাথায় আকিব খানের বলে বড় শট মারতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দেন তিনি।

অপরদিকে শ্রেয়াস আইয়ারের কাছেও সুযোগ ছিল দলীপ ট্রফিতে ভালো ফল করে ভারতীয় টেস্ট দলে নিজের স্থান পাকা করে ফেলার। কিন্তু সেটা করতে ব্যর্থ হন শ্রেয়াস। ৭টি বল খেলে রানের খাতা খুলতে পারেননি শ্রেয়াস। বাঁ হাতি পেসার খলিল আহমেদের বলে আউট হন তিনি। কেকেআরের অধিনায়ক বাদ পড়েছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও। এবার দেখার কত দ্রুত এই দুই তারকা ক্রিকেটার নিজেদের পুরোনো ছন্দে ফিরে জাতীয় দলে নিজেদের স্থান পাকা করেন।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

বাতিল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ। খেলা হল না একটিও বল। সম্প্রতি ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন ঘটনা সত্যিই বিরল।

অনবরত বৃষ্টি এবং মাঠের খারাপ অবস্থার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের একটিমাত্র টেস্ট ম্যাচ। দিল্লিতে চলছে অনবরত বৃষ্টি। প্রথম দিনের খেলাও বাতিল হয়েছিল সেই কারণেই। প্রবল বৃষ্টির কারণে মাঠের অবস্থা খারাপ থাকায় দ্বিতীয় দিনের খেলাও বাতিল হয়। এছাড়াও শহীদ বিজয় সিংহ পাঠিক স্পোর্টস কমপ্লেক্সের ড্রেনিং ব্যবস্থাও খুবই নিম্নমানের। আম্পায়াররা সিদ্ধান্ত নেন এই ম্যাচটি বাতিল করার।

এই নিয়ে ৮ নম্বর টেস্ট ম্যাচ ক্রিকেট ইতিহাসের যেই টেস্ট ম্যাচটি বাতিল হয়েছে বিনা কোনো বল খেলে। আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটি একবিংশ শতাব্দীর প্রথম এমন ম্যাচ যেই ম্যাচটি বাতিল করা হয়েছে বৃষ্টির জন্য।

এই প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে “নয়ডাতে এখনো বৃষ্টি চলছে। সেই কারণের জন্যই টেস্ট ম্যাচটিও বাতিল করা হলো।”

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে জয় অস্ট্রেলিয়ার

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ট্রাভিস হেডের এক ওভারে ৩০ রানের ঝড়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হার ইংল্যান্ডের।

ইংল্যান্ড অধিনায়ক ফিল সল্ট টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও থামাতে পারেননি হেডের বিধ্বংসী ইনিংকে। ৫ নম্বর ওভারে বল করতে আসা স্যাম কারেনের ওভারে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে ৩০ রান করেন হেড। কিছুদিন আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে এবং আইপিএলে বেশিরভাগ ম্যাচেই এরম বিধ্বংসী ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এছাড়াও এই ম্যাচে ২৩ বলে ৫৯ রান করেন হেড যার মধ্যে ছিল মোট ৮টি চার ও ৪টি ছক্কা।

১৯.৩ ওভারে ১৭৯ রানে ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করতে নেমে ইংল্যান্ড ক্যাপ্টেন সল্ট আউট হয়ে যান ১২ বলে ২০ রান করেই। গোটা ইংল্যান্ড দলের কেউ ভালো খেলতে না পারলেও, একজন প্লেয়ার যিনি ব্যাট, বল দুটোতেই ভালো করলেন তিনি হলেন লিয়াম লিভিংস্টোন। তিনি বল হাতে দিয়েছেন ২২ রান এবং নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৭ বলে ৩৭ রান। একক দক্ষতায় ম্যাচ এগিয়ে নিয়ে গেলেও শেষে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে হেডের বিধ্বংসী ইনিংসেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। পরবর্তী ম্যাচ আগামীকাল। এবারে দেখার পরবর্তী ম্যাচে হেডকে রুখতে কি পরিকল্পনা করে নামে ইংল্যান্ড দল।

Continue Reading

Trending