আন্তর্জাতিক ক্রিকেট
AUS vs IND: দলের সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন রোহিত শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই ঘরের মাঠে সিরিজ হেরেছে ভারত। তার পরেই ২২ নভেম্বর অস্ট্রেলিয়ায় শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কার ট্রফি। শোনা যাচ্ছে দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। যার ফলে বোর্ডের কাছে ছুটির জন্য বলেও রেখেছিলেন তিনি। প্রথমে না খেলার কথা থাকলেও, এখন শোনা যাচ্ছে যে হয়ত প্রথম টেস্টে খেলতে পারেন রোহিত শর্মা। সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বোর্ড থেকে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেক রদবদল হয়েছে। যেখানে একটা সময় এই প্রতিযোগিতার ফাইনাল খেলার দৌড়ে সবার প্রথমে ছিল ভারত, সেখানে নিউজিল্যান্ড সিরিজে হারের পর পরিস্থিতি অনেক বদলেছে। যার ফলে ফাইনালে খেলতে হলে এই সিরিজে জিততেই হবে ভারতকে। সেই কারণেই বোর্ড থেকেও কড়া সিদ্ধান্ত জানানো হয়েছে যে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে যেন কোনও রকম খামতি না থাকে ভারতীয় ক্রিকেটারদের। সম্ভবত সেই কারণেই হয়ত নিজের সিদ্ধান্ত বদলেছেন অধিনায়ক রোহিত শর্মা। যা খবর তাতে হয়ত ১০ই নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন ভারতের অনেক ক্রিকেটার। খবর তাতে দলের সঙ্গেই হয়ত অস্ট্রেলিয়া পাড়ি দেবেন রোহিত। এছাড়াও ভারতের দ্বিতীয় দলটি যাবে তার পরের দিন।
এর পাশাপাশিই পার্থ টেস্টে রোহিতের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখতে চলেছে অধিনায়কের দ্বিতীয় সন্তান, এমনটাই খবর। তবে বোর্ড থেকে জানানো হয়েছে রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেও, সন্তান জন্মের সময় টেস্ট খেলবেন নাকি দেশে ফিরে আসবেন, তা পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির উপর।