ক্রিকেট
অবসরের কারণ জানালেন রোহিত শর্মা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে, সেদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ওডিআই ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে এখনও চুটিয়ে খেলছেন এবং দুই দলের অধিনায়কত্বও করছেন তিনি। কিন্তু তাঁর অবসর নেওয়ার সিদ্ধান্তে চমকে উঠেছিল দেশের ক্রিকেটভক্তরা। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত সেই বিষয়ে মুখ মুখলেন তিনি নিজেই।
অধিনায়ক রোহিত শর্মার হাত ধরেই ১৭ বছর বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়েছিল ভারতের। গোটা টুর্নামেন্ট জুড়ে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত। তারপর ট্রফিজয়ের পরের মুহূর্তেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন হিটম্যান। রোহিত জানিয়েছেন, “আমি এই ফরম্যাটে ১৭ বছর ধরে খেলছি এবং আমি মনে করি আমি আমার সময় পার করে এসেছি। এছাড়াও আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলাম। এবারে নতুনদের জায়গা করে দেওয়ার পালা। সেই কারণেই এই সিদ্ধান্ত নিলাম।
তবে রোহিত মনে করেন, সব ফরম্যাটেই তিনি এখনও খেলা চালিয়ে যেতে পারবেন। তিনি বলছেন, “আমি এখনও তিন ফরম্যাটেই খেলতে পারতাম, তবে আমার মনে হয়েছিল এবারে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া দরকার তাই জন্যই নিলাম এছাড়া অন্য কোন কারণ নেই। তবে ফিটনেসের ব্যাপারে আমি নিজেকে আরও শক্ত করছি।” দেশের জার্সিতে রোহিত ১৫৯টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে করেছেন ৫টি সেঞ্চুরিসহ ৪২৩১ রান। এবারে দেখার ওডিআই এবং টেস্ট ক্রিকেটে আরও কত কীর্তিমান তৈরি করেন হিটম্যান।