আন্তর্জাতিক ক্রিকেট
শূন্য রানে আউট হয়েও রেকর্ড গড়লেন রোহিত শর্মা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ৪২৭ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করলেন রোহিত শর্মা। সব কামব্যাকই নজরকাড়া হয় না। তেমনই মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শূন্য হাতেই ফিরতে হল ভারত অধিনায়ককে। ইনিংসের শুরুতেই গিল এবং রোহিতের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় হিটম্যানকে। মাত্র দুই বলের মধ্যেই শেষ হয়ে যায় রোহিতের ইনিংস। ব্যাটে রান না পেলেও রেকর্ডের খাতায় নাম তুললেন রোহিত শর্মা। আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিততে ভারতের খুব একটা অসুবিধে হয়নি।
১৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু। ভারতের এই জয়ের ফলেই ইতিহাসের পাতায় নাম উঠল হিটম্যানের। প্রথম কোন পুরুষ ক্রিকেটার হিসাবে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার অনন্য নজির গড়লেন তিনি। রোহিত শর্মা ছাড়া এর আগে এই নজির স্পর্শ করেছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট এবং অস্ট্রেলিয়ার এলিসা হিলি। পুরুষ ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মার পরেই রয়েছেন শোয়েব মালিক (৮৬), বিরাট কোহলি(৭৩) এবং মহম্মদ হাফিজ(৭০)।