আইপিএল

IPL 2025: রোহিত শর্মাকে ঘিরে জল্পনা তুঙ্গে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত বছর আইপিএল মরশুমে দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে রোহিত শর্মাকে। এখন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক ভারতের শ্রেষ্ঠ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অনেক মতবিরোধের পর এক সময় শোনা গেছিল হয়ত মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে চলেছেন রোহিত। তবে এবারে জল্পনা শোনা যাচ্ছে বিরাট কোহলির আরসিবি দলে আসতে পারেন ভারতের এই তারকা ওপেনার।

ইতিমধ্যেই ক্রমশ কাছে আসছে আইপিএলের মহা নিলামের দিন। তারই মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মার থাকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তার উপর গত বছর গুজরাট দল থেকে হার্দিক পান্ডিয়াকে দলে এনে রোহিত শর্মাকে অধিনায়কত্বের পদ থেকে সরানোর জন্য বেশ ক্ষুব্ধ রয়েছে সমর্থকেরাও। তারা মনে করেন, এই সিদ্ধান্তের জন্য রোহিত শর্মাকে অসন্মান করা হয়েছে। যেই রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল খেতাব জিতিয়েছেন তাকে এভাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা।

এর মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ চাইছেন, রোহিত এবং কোহলি জুটিকে একদলে আইপিএলেও দেখতে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে হয়ত এবারের মহা নিলামে আসতে চলেছেন রোহিত। সেই কারণেই কাইফ চাইছেন ভারতের সেরা জুটিকে আইপিএলে একসঙ্গে খেলতে দেখতে। অপরদিকে আরসিবি দলের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স এই বিষয়টিকে পুরোটাই অবাস্তব ঘটনা বলে মনে করছেন। একটি লাইভ সাক্ষাৎকারে তিনি হাসির ছলেই বলেন, “যদি রোহিত তার চিরপ্রতিদ্বন্দ্বী দল আরসিবিতে যোগদান করেন, তাহলে এই ডিলটি হার্দিক পান্ডিয়ার গুজরাট থেকে পুনরায় মুম্বাই দলে ফেরত আসার থেকেও অনেক বড় খবর হবে। তবে এই ডিলটি বাস্তবে হওয়ার কোন রকমেরই সুযোগ নেই বললেই চলে”।

অপরদিকে নিজের ভাল বন্ধু ফ্যাফ ডুপ্লেসিসের পাশেই দাড়িয়েছেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “ডুপ্লেসি অনেক বছর ধরেই এই ফরম্যাটে যথেষ্ট আধিপত্যের সঙ্গে ক্রিকেট খেলে আসছেন। শুধু তার বয়সের জন্য তাকে বিকল্প হিসেবে ভাবাটাকে আমি একদমই সমর্থন করিনা। আমি মনে করি বয়স একটা সংখ্যা মাত্র। মানছি ও আরসিবি দলে যোগ দিয়ে তার দলকে ট্রফি এনে দিতে পারেনি। সেটা অধিনায়ক হিসেবে একটা আলাদা চাপও রয়েছে ওর মধ্যে। তবে আমি মনে করি বিরাট ওর ওপরে যথাযথ ভরসা রাখবেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version