ক্রিকেট

জিনিয়াস বুমরাহে মজেছেন রোহিত

Published

on

সৌরভ রায়; নিউইয়র্ক, ৯ জুন – ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে গোটা প্রতিযোগিতায় ভারত অনবদ্য খেললেও, ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা ব্রিগেডকে। সেই সময় অনেকেই বলেছিলেন, জসপ্রীত বুমরাহের চোটের কারণে গোটা প্রতিযোগিতায় না থাকাটা, একেবারে শেষ দিনে ভারতকে ভোগালো। সেই কথাটা যে কতটা সত্যি, তা প্রমাণিত হল রবিবার। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে, লো স্কোরিং ম্যাচে দলকে জয় এনে দিলেন বুমরাহ। প্রতিপক্ষের জয়ের জন্য মাত্র ১২০ রান প্রয়োজন থাকলেও, তাঁর গুরুত্বপূর্ণ তিন উইকেটের সৌজন্যে ৬ রানে জিতল ভারত।

ম্যাচের পরে স্বাভাবিকভাবেই খুশি এদিনের সেরা বোলার বুমরাহ। তিনি বলেন,”আমার খুবই ভালো লাগছে। একটা সময় আমাদের মনে হয়েছিল আমরা কিছুটা চাপে রয়েছি, কারণ রোদ্দুর ওঠার পরে উইকেট কিছুটা হলেও ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল। তবে দলের বোলররা দারুন নিয়ন্ত্রণ রেখে বল করেছে, আর তার ফলই আমরা পেয়েছি।” নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে বুমরাহ বলেন,”আমি শুধু সিমে হিট করার চেষ্টা করেছি এবং যে প্ল্যানিং নিয়ে নেমেছিলাম সেটা করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সেটা যে কাজে লেগেছে সেই জন্য ভালো লাগছে।” নিউইয়র্কের মাঠে প্রচুর ভারতীয় সমর্থকও হাজির ছিলেন। ম্যাচের পরে তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি বুমরাহ।

এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা, পরিষ্কার জানিয়ে দিলেন তাঁর দলের ব্যাটাররা নিজেদের কাজ করতে চূড়ান্ত ব্যর্থ। তিনি বলেন,”আমরা অবশ্যই ভালো ব্যাটিং করিনি। প্রথম ১০ ওভারের শেষে আমরা যথেষ্ট ভালো জায়গায় ছিলাম। তবে তারপরে ঠিকঠাক পার্টনারশিপ না হওয়ার কারণে আমরা বড় রানে পৌঁছতে ব্যর্থ হই। তবে পিচে বোলারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। যদিও শেষ ম্যাচের থেকে, এই উইকেটটা কিছুটা হলেও ভালো ছিল। তবে প্রত্যেকের ছোট ছোট সাহায্য আমাদের এই ম্যাচটা জিততে পেরেছি।”

বুমরাহের প্রশংসা করতে গিয়ে রোহিত বলেন,”আমরা সকলেই জানি ও ঠিক কী করতে পারে। আমি সেই ব্যাপারে আর বেশি কথা বলতে চাই না। শুধু একটা জিনিসই চাই, গোটা প্রতিযোগিতা জুড়েই বুমরাহ যেন এমনই মনোভাব নিয়ে খেলে। ও একজন জিনিয়াস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version