ক্রিকেট

হার্দিকে মুগ্ধ রোহিত

Published

on

সৌরভ রায়; অ্যান্টিগা, ২২ জুন – মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপ শুরু হতেই, যেন এক পাল্টে যাওয়া হার্দিককে দেখছে ক্রিকেট বিশ্ব। ব্যাট এবং বল হাতে প্রতিযোগিতার একেবারে শুরু থেকেই দলের হয়ে অনবদ্য পারফর্ম করছেন তিনি। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে ২৭ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলার পাশাপাশি একটি উইকেটও নিয়েছেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

যদিও ম্যাচ শেষে দলগত সাফল্যের কথাই তুলে ধরলেন হার্দিক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে হার্দিক বলেন,”আমরা দল হিসেবে খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্রিকেটাররা সকলে একজোট হয়ে মাঠে লড়াই করেছে এবং যা প্ল্যান ছিল সেভাবেই সকলে খেলেছে। মাঝে চোটের কারণে সবকিছু ওলট-পালট হয়ে গিয়েছিল। আমি দ্রুত মাঠে ফেরার চেষ্টা করেছিলাম, তবে ভগবানের হয়তো অন্যরকম ভাবনা ছিল।”

বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এই ব্যপারে প্রশ্ন করা হলে তিনি বলেন,”আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি আমাদের এভাবেই ব্যাট করতে হবে। এদিন দল হিসেবে আমরা ভালো খেলেছি এবং এখানকার পরিবেশের সঙ্গে সকলেই খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। এখানে হওয়ার কারণে কিছুটা অসুবিধা হলেও, দল সেটা ভালোভাবেই সামলাতে পেরেছে।”

সবশেষে হার্দিক নিয়ে রোহিত বলেন,”শেষ ম্যাচেও আমি বলেছিলাম হার্দিক রান পেলে আমরা সব সময় ভাল জায়গায় থাকি। পাঁচ, ছটা উইকেট পড়ে যাওয়ার পরেও শেষটা সব সময় আমরা ভাল করতে চাই। আর হার্দিক যদি ভাল ফর্মে থাকে তাহলে ও ঠিক কী করতে পারে সেটা আমরা সকলেই ভাল মত জানি। ও আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। হার্দিক যদি ওর ফর্ম জারি রাখতে পারে, তবে পরবর্তী ম্যাচগুলোতেও আমরা দল হিসেবে খুব ভাল জায়গায় থাকবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version