আইপিএল

মুম্বইতে হার্দিকের সমান অর্থ পেতে চলেছেন রোহিত? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মিটতে চলেছে বৈষম্য? অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমপরিমাণ অর্থ পেতে চলেছেন রোহিত-বুমরাহরা? ২০২৫ আইপিএল শুরুর আগেই একাধিক জল্পনা শুরু হয়েছে। আর তারই মধ্যে শিরোনামে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ন্স।

আগামী মরশুমের আইপিএল এর আগে নতুন নিয়ম চালু করেছে আইপিএলের গভর্নিং বডি। এর মধ্যেই শনিবার প্লেয়ার রিটেনশন নিয়ে প্রকাশ্যে এলো নতুন তথ্য। “পে মোর রিটেইন মোর” ফর্মুলায় হেঁটে স্পষ্ট জানানো হয়েছে ফ্রাঞ্চাইজিগুলিকে তাদের চতুর্থ এবং পঞ্চম রিটেনশন প্লেয়ারের ক্ষেত্রে বাড়াতে হবে অর্থের পরিমাণ। প্রতিটি দলের জন্য মোট নিলামের অঙ্ক ধার্য হয়েছে ১২০ কোটি। এর মধ্যে প্রথম তিনটি রিটেনশনের ক্ষেত্রে অর্থ মূল্য ধার্য হয়েছে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। অর্থাৎ কোন দল যদি কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় সেক্ষেত্রে তাদের নিলামের অর্থের পরিমাণ কমে যাবে অনেকটাই। এবং সবথেকে আশ্চর্যজনক হল চতুর্থ এবং পঞ্চম রিটেনশনের প্লেয়ারের ক্ষেত্রে অর্থ দিতে হবে প্রথম এবং দ্বিতীয় প্লেয়ারের সমান। অর্থাৎ রিটেনশনের পাঁচ জন ক্রিকেটারের জন্য ধার্য মূল্য থাকবে ৭৯ কোটি, এবং বাকি দলের জন্য ফ্রাঞ্চাইজিগুলি পাবে মাত্র ৪১ কোটি। আরও বলা হয়েছে এক্ষেত্রে পাঁচ জন ক্রিকেটারকেই ধরে রাখতে পারবে দলগুলি। তবে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কোন সংখ্যা বেঁধে দেওয়া হয়নি।

মুম্বই ইন্ডিয়ন্সের ক্ষেত্রে যে চারজন প্লেয়ারকে তারা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে তার মধ্যে রয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ এবং ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। হার্দিক এবং সূর্যকে প্রথম এবং দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যদি দল ধরে রাখে তাহলে তাদের দিতে হবে যথাক্রমে ১৮ এবং ১৪ কোটি। অন্যদিকে রোহিত শর্মা এবং বুমরাহকে ধরে রাখতে চাইলে তারা হবে দলের চতুর্থ এবং পঞ্চম নাম। সেক্ষেত্রে তাদের জন্যও একই পরিমাণ অর্থ ধার্য করা হবে। প্রসঙ্গত ২০২২-এর নিলামে সবথেকে দামি ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিশানের। তাঁকে ধরে রাখতে চাইলে দিতে হবে ১১ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version