আইপিএল

IPL 2025: দল ছাড়তে পারেন ঋষভ পন্থ। ম্যানেজমেন্ট বদলে দলে আমূল পরিবর্তনের সম্ভবনা দিল্লি ক্যাপিটালসের..

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচের পদে এসেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেণুগোপাল রাও এবং হেমাঙ্গ বাদানি। যার ফলে আসন্ন আইপিএল মহা নিলামে, বড়সড় রদবদল ঘটতে চলেছে দিল্লি দলে। অপরদিকে গত মরশুমে খুব একটা সাফল্য আসেনি দলের, তাই রিটেনশন তালিকা থেকে বাদ পড়তে পারেন একাধিক ক্রিকেটার।

প্রথমে ভাবা হয়েছিল, হয়তো দিল্লিতেই থাকবেন ঋষভ পন্থ। তবে ম্যানেজমেন্ট বদলে যাওয়ার ফলে সেই ছবিতেও বদল এসেছে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে দিল্লির সঙ্গে সম্পর্ক ভাঙতে পারেন পন্থ। প্রায় ৮ বছর দিল্লির হয়ে খেলেছেন ভারতের এই তারকা উইকেটকিপার। সোনা যাচ্ছে পন্থকে দিল্লির অধিনায়ক হিসাবে চাইছে না ম্যানেজমেন্ট। কিন্তু আইপিএলে অধিনায়ক হিসেবেই খেলতে চান তিনি। সেই কারণে নিজেই রিটেনশন তালিকায় থাকতে চাইছেন না পন্থ, এমনটাই খবর। আর এই সুযোগের সদ্ব্যবহার করে পন্থকে দলে পেতে মুখিয়ে রয়েছে আরসিবি, চেন্নাই এবং লখনৌ।

অপরদিকে দিল্লির সম্ভাব্য রিটেনশন তালিকায় থাকতে পারেন কুলদীপ যাদব এবং অক্ষর পটেল। অক্ষরকে ধরে রাখতে দিল্লির খরচ পড়বে ১৮ কোটি টাকা। কুলদীপ পেতে পারেন ১৪ কোটি। ট্রিস্টান স্টাবস ও জেক ফ্রেসারের দিকেও নজর থাকবে দিল্লি ম্যানেজমেন্টের। ফলে বাকি ক্রিকেটারদের নিয়ে কী ভাবছে দিল্লি সেটা মহা নিলামেই বোঝা যাবে। অন্যদিকে পন্থকে নিয়ে দিল্লি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও সবার নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version