আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: আবারও চোটের কবলে পড়লেন ঋষভ পন্থ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার, বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনের খেলায় চোট পান ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। তার পরেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ফলে টেস্টের তৃতীয় দিনে মাঠে নামলেন না তিনি। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার সময় পন্থের ডান হাঁটুতে চোট লেগেছিল। এবারে শোনা যাচ্ছে সেই ডান হাঁটুতেই আবারও চোট পেয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, পন্থের হাঁটু ফুলে আছে। যার ফলে শুক্রবার, ধ্রুব জুরেলকে দেখা যায় উইকেটরক্ষক হিসাবে মাঠে নামতে।

২০২২ সালের গাড়ি দুর্ঘটনায় যেই হাঁটুতে চোট লেগেছিল, সেই হাঁটুতেই বল এসে লাগে পন্থের। তারপর সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন তিনি এবং ফিজওরা দ্রুত এসে শুশ্রুষা শুরু করে তাঁর। তার পরেই মাঠ ছাড়েন তিনি। পন্থের চোটের দিকে নজর রাখছেন দলের চিকিৎসকেরা। এদিকে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, তৃতীয় দিনের খেলায়, পন্থ উইকেটরক্ষক হিসাবে থাকবেন না। তবে তিনি ব্যাট করতে পারবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যদি তিনি ব্যাট করতে নামতে না পারেন, তা হলে বড় সমস্যা ভারতের জন্য।

গাড়ি দুর্ঘটনার পর, অনেকদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন পন্থ। চোট সরিয়ে এই বছরেই মাঠে ফিরেছেন তিনি। প্রথমে আইপিএল, তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরে টেস্টেও দাপটের সঙ্গে ফিরেছেন এই তারকা উইকেটরক্ষক। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টই খেলেছেন তিনি এবং শতরানও করেছিলেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে আবারও চোট লাগে তাঁর। তবে এই ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলেই আশা রাখছেন রোহিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version