ক্রিকেট
ভারতের অনুশীলনে নজরে রিঙ্কু
সৌরভ রায়, নিউইয়র্ক, ৩১ মে – ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ইতিমধ্যেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেছে। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। তার আগে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে শুক্রবার হালকা মেজাজেই অনুশীলন করল ভারতীয় দল। এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত থাকলেন ভারতের চার জন ক্রিকেটার, ঋষভ পন্থ, রিঙ্কু সিং, আবেশ খান এবং মহম্মদ সিরাজ। পন্থ এবং রিঙ্কু অনেকটা সময় কাটালেন নেটে। বেশ কিছুটা সময় হাত ঘোরালেন আবেশ এবং সিরাজ। বেশিরভাগ সময়টাই স্পিন বলের বিরুদ্ধে ব্যাট করলেন রিঙ্কু। আগের দিনও শুরুতেই নেটে ব্যাট হাতে দেখা যায় রিঙ্কুকে। এদিনও তার ব্যাতিক্রম হল না। রিঙ্কুকে দেখে বোঝাই যাচ্ছে রিজার্ভ দল থেকে প্রথম একাদশে জায়গা করে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচেই নিজেদের প্রথম একাদশ বেছে নিতে চাইবেন রোহিত শর্মা। আমেরিকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ ভারতের জন্য। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামার আগে ভারতীয় দলের অন্যতম চিন্তার নাম বিরাট কোহলি। ছুটি কাটিয়ে শুক্রবার আমেরিকায় পৌঁছেছেন বিরাট। প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে তিনটি অনুশীলনেই বিরাটকে ছাড়া প্রস্তুতি সেরেছেন রোহিত শর্মারা। এখন দেখার আমেরিকার আবহাওয়ায় নিজেদের কতটা মানিয়ে নিতে পারে মেন ইন ব্লু।