আন্তর্জাতিক ক্রিকেট

শেষ টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি পন্টিংয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তার সাথেই অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে উপদেশ দিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ নিয়ে মাথা না ঘামিয়ে মনোযোগ দিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে গুরুত্বপূর্ণ এই সিরিজ জিতে নেওয়ার।

প্রসঙ্গত ইন্দোরের পিচ নিয়ে যথেষ্ট সমালোচনা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম দুদিনের মোট ৩০ উইকেট খোয়া যায়, যার জন্য পিচকেই দায় করেছেন তারা। তৃতীয় দিনের ৯ উইকেটে এই টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া এবং তার কারণে ভারতীয় শিবিরে বেশ কিছুটা ত্রাসের সঞ্চার ঘটেছে এমনটাই মনে করছেন রিকি পন্টিং। “তৃতীয় টেস্টে পরাজয় ভারতকে অনেকটাই ভাবাবে। এই টেস্টে জিতলে বিষয়টা অন্যরকম হতে পারত। কিন্তু এখন শেষ টেস্টের ওপর নির্ভর করছে সিরিজের ফলাফল। আমার মনে হয় প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার এই ফলাফলের দরকার ছিল। প্রয়োজন ছিল ভারতীয় ক্রিকেটার এবং পিচ প্রস্তুতকারকদের মনে কিছুটা জটিলতা তৈরি করার। আমি আগেও ভারতকে এই পরিস্থিতিতে পড়তে দেখেছি। যখন ওরা খুব বেশি মনোযোগ দেয় পিচের দিকে তখন সেটা উল্টো ফলাফলই বয়ে আনে। তাই এখন গোটা সিরিজের ভবিষ্যৎ নির্ভর করছে শেষ টেস্টের উপর এটা জানার পরে ভারত কিভাবে উইকেট প্রস্তুত করছে সেটা আমার কাছে বেশ আকর্ষণীয়। ওদের জায়গায় আমি থাকলে এখন বিশ্বকাপ নিয়ে নয়, আগামী পাঁচ দিনের টেস্ট ম্যাচ নিয়েই মাথা ঘামাতাম বেশি” বলেন পন্টিং। আগামী বৃহস্পতিবার থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবেন রোহিত শর্মারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version