আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম বাংলার রিচার ঘোষের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় চলতি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দি টুর্নামেন্টের তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন রিচা।

বৃহস্পতিবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ফিনিশার হিসেবে উঠে এসেছিলেন রিচা ঘোষ। ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪৭ এর পাশাপাশি আরও একটি ৪০ এর কোঠায় রান করেছিলেন রিচা। গোটা টুর্নামেন্টে ১৩০ এর বেশি স্ট্রাইকট্রেট নিয়ে খেলেছেন তিনি। রানের গড় ছিল ৬৮। অন্যদিকে সফল উইকেট রক্ষক হিসেবেও নিজের নাম পছন্দের তালিকায় তুলেছিলেন এই ভারতীয় মহিলা ক্রিকেটার। তাই স্বাভাবিকভাবেই তার নাম এই তালিকায় থাকবে এমনটা আশা করেছিলেন অনেকেই।

তালিকায় থাকার নয়জনের নামের মধ্যে রয়েছেন তিনজন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার। দুজন ইংল্যান্ডের এবং দুজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের নাম রয়েছে তারপরেই। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার স্থান পেয়েছেন এই তালিকায়। অস্ট্রেলিয়ার তিন জনের মধ্যে রয়েছেন অধিনায়ক মেগ ল্যানিং, গড় রান ৬৯.৫০। উইকেট রক্ষক ব্যাটার অ্যালিসা হেলি, গড় রান ৫৭ এবং অলরাউন্ডার অ্যাশ গার্ডেন, মোট ৮১ রান এবং ৯ উইকেট। ইংল্যান্ডের দুজনের মধ্যে রয়েছেন অল রাউন্ডার ন্যাট স্কিভার ব্রান্ট, গড় রান ৭২ এবং স্পিনার সোফি একলিস্টন, মোট উইকেট ১১। দক্ষিণ আফ্রিকার লওরা উলবার্ট এবং ওপেনার তাজমিন ব্রিটস জায়গা করে নিয়েছেন তালিকায়। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেলি ম্যাথিউস ১৩০ রান এবং ৪ উইকেট নিয়ে জায়গা পেয়েছেন এই তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version