আন্তর্জাতিক ক্রিকেট

ICC CWC 2023: ম্যাচ ঘোরানো উইকেট নেওয়ার আগে, বলকে মুখের কাছে এনে কী মন্ত্র পড়লেন হার্দিক? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ততক্ষণে আহমেদাবাদের উইকেটে থিতু হচ্ছে বাবর আজম ও ইমান-উল-হক জুটি। ভারতীয় সমর্থকদের মনে কিছুটা হলেও চিন্তা। এই জুটিকে ভাঙবে কে? বোলিং করতে গেছেন তখন হার্দিক পান্ডিয়া। ১৩তম ওভার চলছে। হার্দিকের বল নিখুঁত শটে অনায়াস দক্ষতায় ডিপ পয়েন্টের বাউন্ডারি পার করলেন ইমান-উল-হক। আর ইমানের কাছে এই চার খাওয়ার পরেই একটা অদ্ভুত কাজ করলেন হার্দিক পান্ডিয়া। দুই হাত জড়ো করে তার মধ্যে বলটা রেখে নিয়ে এলেন মুখের কাছে। চোখ নামিয়ে বলের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করলেন। তারপর আবার তৈরি হলেন পরের বলের জন্য। আর সেই বল ডেলিভারি হওয়ার পর আনন্দের চিৎকার আহমেদাবাদের স্টেডিয়ামে। হার্দিকের ডেলিভারি ইমানের ব্যাট ছুঁয়ে জমা পড়েছে উইকেট রক্ষক রাহুলের দস্তানায়। ক্রিজে জাঁকিয়ে বসা জুটি ভেঙে গেল হার্দিকের এই ডেলিভারিতে। কিন্তু এই বলের আগে কী প্রার্থনা করেছিলেন হার্দিক? কোন বিশেষ মন্ত্র কি? যদিও ম্যাচের পর সংবাদ মাধ্যমে হার্দিক বলেছেন বল নিয়ে তিনি কোন বিশেষ প্রার্থনা করেননি। শুধু নিজেকে গালিগালাজ করে উদ্বুদ্ধ করছিলেন ভালো বল করার জন্য। আর তাতেই কুপোকাত পাকিস্তানের ইমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version