আন্তর্জাতিক ক্রিকেট

দু’মাস পরে চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রবীন্দ্র জাদেজা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ দুই মাস পরে চোট সারিয়ে এর ভারতীয় দলে ফিরলেন দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চোটের কারণে দু’মাস দলের বাইরে থাকতে হল তাকে। এই সময় তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করে সুস্থ হয়েছেন। শেষবার ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে মাঠে দেখা গিয়েছিল জাদেজাকে। সে সময় বা হাত ফুলে গিয়েছিল তার, আর সে কারণেই তার পরে আর খেলেননি জাদেজা।

প্রসঙ্গত ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটেই দীর্ঘদিন ধরেই দুরন্ত পারফর্ম করে আসছেন রবীন্দ্র জাদেজা। আবার দু’মাস পরে দলে ফিরতে পেরে প্রচণ্ড উত্তেজিত তিনি। বিসিসিআই এর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে জাদেজা বলেন,”জাতীয় দলে ফিরতে পেরে খুব ভাল লাগছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি। দীর্ঘ দু’মাস পরে অবশেষে নিজেকে অনেকটা সুস্থ লাগছে। অবশেষে ভারতের হয়ে আবার নামতে পারব।”

মঙ্গলবার দীর্ঘক্ষন অনুশীলন করেন জাদেজা এবং তিনি যে সম্পূর্ণ সুস্থ সেটাও তিনি সকলকে দেখিয়ে দিলেন। নিজের ফিটনেস ফিরে পাওয়া নিয়ে জাদেজা বলেন,”আমি ঠিকঠাক ভাবে রিহ্যাব করার দিকে প্রথম থেকে নজর দিয়েছিলাম। এনসিএ-তে ফিট হওয়ার জন্য নিজেকে নিংড়ে দিয়েছি। আজ প্রথম বার অনুশীলনে নামতে পেরে বেশ ভাল লাগছে।”

জাদেজা ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ফরম্যাটেই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এছাড়া দলে ফিরেছেন শুভমন গিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version