আন্তর্জাতিক ক্রিকেট

সাত নম্বরে ব্যাট করতে নেমে কপিল দেবের ৩৬ বছরের রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন রবীন্দ্র জাদেজা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া রেকর্ড গড়লেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অনবদ্য শতরান করার সঙ্গে সঙ্গে তিনি প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের ৩৬ বছরের পুরানো রেকর্ড ভেঙ্গে দিলেন। জাদেজা ভারতের হয় টেস্ট ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে এক ইনিংসে সর্বোচ্চ রান স্কোরার হলেন। এর পাশাপাশি ৫ উইকেট পড়ে যাওয়ার পরে তিনটি শতরানের পার্টনারশিপ হল ভারতের। আর এই তিনটি জুটিতেই জাদেজা ছিলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে জাদেজা ১৭৫ রানে অপরাজিত থাকেন। তিনি তার ইনিংসে ১৭টি চার এবং তিনটি বিশাল ছয় মারেন। প্রসঙ্গত এর আগে এই শ্রীলঙ্কা দলের বিরুদ্ধেই ১৯৮৬ সালে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৬৩ রান করেছিলেন কপিল। এদিন সেই রেকর্ড ভেঙ্গে দিলেন জাদেজা।

এছাড়া এই তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই একই পজিশনে ব্যাট করতে নেমে ১৫৯ রান করেছিলেন পন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version