আন্তর্জাতিক ক্রিকেট
অস্ট্রেলিয়ার বোলারকে দেওয়া কথা রাখলেন জাদেজা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কথা রেখেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাট কুনেমানকে বেশ কিছু পরামর্শ দেওয়ার কথা দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার। আর তিনি যে সেই কথা থেকে মুখ ফিরিয়ে নেননি তা জানালেন ম্যাট কুনেমান নিজেই।
প্রথম সন্তান জন্মগ্রহণ করার পর মিচেল সুইপসন দেশে ফিরে গেলে তার পরিবর্তে টেস্ট দলে যোগ দেন কুনেমান। ২৬ বছরের এই ক্রিকেটার অভিষেক টেস্টে দুটো উইকেট তুলে নেন। তবে তৃতীয় টেস্টেই তার আসল চেহারা প্রকাশ পায়। প্রথম ইনিংসে মাত্র ১৬ রানের বিনিময় মোট পাঁচটি উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন সকলকেই। ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে অভিষেকের পরেই রবীন্দ্র জাদেজার কাছে কিছু পরামর্শ চেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তরুণ বোলার। সিরিজ শেষ হলে তাকে পরামর্শ দেবেন বলে কথাও দিয়েছিলেন জাদেজা। “খুব সম্ভবত ১৫ মিনিট কথা হয় আর তার মধ্যেই ও আমাকে প্রচুর দারুন দারুন পরামর্শ দেয়। আমরা প্রায় সব বিষয় নিয়েই কথা বলি” এবার এমনটাই বলেন কুনেমান। তবে জাদেজা যে তার প্রশংসাও করেছেন সেটাও জানাতে ভোলেননি অস্ট্রেলিয়ার এই তরুণ বোলার। “আমার বোলিং দেখে ও খুবই অভিভূত হয়েছে আর সেটা নিজে মুখেই জানিয়েছে। ওর মতো একজন ক্রিকেটারের কাছে এই কথাটা শোনা একটা প্রাপ্তি। ওর দেওয়া পরামর্শগুলো অবশ্যই পরে যখন ভারতে খেলব কাজে লাগবে। তবে বেশ কিছু আমি নিজের সঙ্গে দেশেও নিয়ে ফিরবো। ও খুবই ভালো একজন মানুষ এবং আমাকে যেকোনো সময় সাহায্য করতে প্রস্তুত বলেই জানিয়েছে। এমনকি ইনস্টাগ্রামে আমাকে একটা মেসেজও করে রেখেছে যেটা সত্যিই আমি ভাবতে পারিনি” বলেন কুনেমান। তিনটি টেস্ট মিলিয়ে কুনেমানের সংগ্রহে রয়েছে মোট ৯ টি উইকেট।