আন্তর্জাতিক ক্রিকেট

ইংল্যান্ডকে হুঁশিয়ারি অশ্বিনের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ১১ টি টেস্ট ম্যাচের মধ্যে দশটি জিতেছে ইংল্যান্ড নিজেদের বিশেষ বাজবল টেকনিক দিয়ে। কোচ ব্রেন্ডন ম্যাকালাম এর নামে নামকরণ করা এই টেকনিক তাদেরকে বিশ্ব ক্রিকেটে ত্রাসের কারণ করে তুলেছে। তবে এই টেকনিক যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন ভারতের স্পিনার রবিচন্দন অশ্বিন।

সম্প্রতি ইংল্যান্ডকে দেখা গেছে টেস্ট ক্রিকেটেও বেশ আক্রমণাত্মক হয়ে উঠতে। তার জেরেই ১১ টি ম্যাচের মধ্যে দশটিতে জয়। তবে এবার ইংল্যান্ডকে কিছুটা সতর্ক করলেন অশ্বিন নিজেই। “ইংল্যান্ডকে দেখা গেছে সম্প্রতি দুরন্ত গতির টেস্ট ক্রিকেট খেলতে। নির্দিষ্ট একটা স্টাইল তারা অনুসরণ করছে। তবে এক্ষেত্রে ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। কিছু কিছু বিশেষ উইকেট থাকে যেখানে প্রতিটা বলে ব্যাট চালাতে গেলে সেটা বিপদের সম্ভাবনা বাড়ায়। প্রত্যেকটা পিচ আলাদা। আমি বিশ্বাস করি খেলার মাঠে পিচই শেষ কথা বলে। তাই পিচকে সম্মান জানালে পিচ খেলোয়াড়কে সম্মান জানায়” বলেন অশ্বিন।

পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর নিউজিল্যান্ড কেউ হারানোর পথে অনেকটাই এগিয়েছে ইংল্যান্ড। এরপর তাদের লক্ষ্য বাংলাদেশ। সেখানে নির্ধারিত ওভারের ম্যাচ খেলার পর তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার যা তাদের কাছে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version