আন্তর্জাতিক ক্রিকেট
“অনেকেই ভাবছে ও কেন দলে জায়গা পেল না”, কোন ক্রিকেটারকে নিয়ে এতটা উদ্বিগ্ন রবি শাস্ত্রী? জানতে পড়ুন
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার ট্রফির পরপর দুটি টেস্টেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। কিন্তু তারপরেও ভারতীয় শিবিরে উঠছে নানান প্রশ্ন। আর যারা প্রশ্ন তুলছেন তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও। ভারতের দুরন্ত পারফরমেন্সের পরেও মনে খুঁতখুত থেকেই যাচ্ছে তার। কিন্তু ঠিক কি নিয়ে চিন্তিত রবি শাস্ত্রী? তার উত্তর দিয়েছেন প্রাক্তন কোচ নিজেই।
ভারত অস্ট্রেলিয়াকে দু’বারই পরাজিত করেছে এটা ঠিকই, তবে রবি শাস্ত্রীর মতে দল নির্বাচনে খামতি থেকে গেছে টিম ম্যানেজমেন্টের। আর সব থেকে বড় ভুল হল প্রথম একাদশে শুভমন গিলকে না রাখা। “আমার মনে হয় ও থাকলে প্রথম বল থেকেই ব্যাট চালিয়ে খেলত। আর আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে গাব্বা থেকে। ৩৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে কে ফিরিয়ে এনেছিল ভারতকে? গিল। আর এরকম একজন আত্মবিশ্বাসী ক্রিকেটার থাকা সত্ত্বেও যখন প্রথম একাদশে তার জায়গা হয় না তখন ড্রেসিংরুমের অনেকের মাথাতেই এই চিন্তা আসাই স্বাভাবিক যে কেন তাকে দলে নেওয়া হল না? আমি ওই ড্রেসিংরুমটাকে খুব ভালোভাবে চিনি। তাই জানি কে কি ভাবতে পারে। আমার বিশ্বাস ওরা অনেকেই মনে করে যে গিলের দলে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র” বলেন রবি শাস্ত্রী।
সাম্প্রতিককালে শুভমন গিলের দুরন্ত পারফরম্যান্স তাকে একাধিকবার তুলে এনেছে শিরোনামে। অনেকেই বলেছেন বিরাট কোহলির যোগ্য উত্তরসূরী তিনি। ইন্দোরে অনুষ্ঠিত হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট যেখানে ফর্মে না থাকা কে এল রাহুলের পরিবর্তে দলে আসতে চলেছেন শুভমন গিল। আগামী ১ লা মার্চ শুরু হবে এই টেস্ট। এখন দেখার নিজেকে আরো একবার প্রমাণ করতে পারেন কি না এই তরুণ ক্রিকেটার।