ক্রিকেট

Ranji Trophy : দ্বিতীয় দিনে অনবদ্য ব্যাটিং সায়নের, চন্ডিগড়ের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বারাবাটি স্টেডিয়ামে চন্ডিগড় এর বিরুদ্ধে প্রথম ইনিংসে রানের পাহাড়ে বাংলা। প্রথম ইনিংসের শেষে তারা ৪৩৭ রান তুলল। দ্বিতীয় দিনে ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করলেন সায়ন শেখর মন্ডল। বাকিরা অলআউট হয়ে গেলেও ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র তিন রানের জন্য শতরান হাতছাড়া হয় সায়নের। প্রাক্তন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ৫৩ রান।

নিজেদের তৃতীয় ম্যাচে নামার আগে ব্যাটসম্যানদের থেকে রান চেয়েছিলেন দলের হেড কোচ অরুণ লাল। চন্ডিগড়ের বিরুদ্ধে সেটাই করে দেখালেন বাংলার ব্যাটসম্যানরা। প্রথমদনে শতরান করেন অভিমন্যু ঈশ্বরন। সতীর্থ অনুষ্টুপ মজুমদার শতরান মিস করলেও ৯৫ রান করেন। প্রথম দিনের শেষে বাংলা করে ৩২৯ রান। দিনের শেষে ক্রিজে ছিলেন মনোজ তিওয়ারি এবং সায়ন শেখর মন্ডল। এরপর দ্বিতীয় দিনে ৫৩ রান করে আউট হয়ে যান মনোজ। এরপর দলকে এগিয়ে নিয়ে যান সায়ন। তাকে যোগ্য সঙ্গত দেন মুকেশ কুমার। আউট হওয়ার আগে ৫৭ বলে ২৮ রান করেন মুকেশ।

এবারে বোর্ডে বড় রান উঠে গেছে, বল হাতে এবারে বাংলার বোলারদের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব চন্ডিগড়কে প্রথম ইনিংসে আউট করা এবং দলকে লিড এনে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version