ক্রিকেট

Ranji Trophy: ব্যাট হাতে অভিমুন্য, অনুষ্টুপের শাসন; প্রথম দিনের শেষে চন্ডিগড়ের বিরুদ্ধে চালকের আসলে বাংলা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ের প্রথম দুই ম্যাচে ইতিমধ্যেই জয় পেয়েছে বাংলা। এবারে বৃহস্পতিবার চন্ডীগড়ের বিরুদ্ধে শুরু হওয়া তৃতীয় ম্যাচের প্রথম দিনের শেষে চালকের আসনে রইল বাংলা। ম্যাচের প্রথম দিনের প্রথম ওভারেই উইকেট হারিয়েও ব্যাট হাতে এদিন শাসন করলেন বাংলার ব্যাটসম্যানরা। ফলে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৩২৯ রান তুলেছেন অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারিরা।

এর আগে বুধবার বাংলার কোচ অরুণ লাল জানিয়েছিলেন যে, এই পিচে আগে বরোদার বিরুদ্ধে খেলেছেন। ফলে তারা যথেষ্ট অভিজ্ঞতা নিয়েই মাঠে নামবেন। এরপর বৃহস্পতিবার প্রথমে টসে বাংলা হারলে চন্ডিগড় তাদের প্রথমে ব্যাট করতে পাঠায়। ব্যাট করতে নেমে দিনের চতুর্থ বলে আউট হয়ে ফিরে যান সুদীপ ঘরামি। এরপর মাত্র ১২ রানে আউট হয়ে যান ঋত্বিক রায়চৌধুরী। ফলে ৪২ রান তুলে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলা।

তারপর দলের হাল ধরেন অভিজ্ঞ অভিমুন্য ঈশ্বরণ এবং অনুষ্টুপ মজুমদার। তারা দুজনে তৃতীয় উইকেটে ১৯৩ রান যোগ করেন। নিজের শত রান পূর্ণ করেন অভিমুন্য। ১৭২ বলে ১১৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। অভিমন্যুর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। অন্যদিকে অনুষ্টুপ শতরানের খুব কাছে এসেও মাত্র ৫ রানের জন্য তা মিস করেন।

এরপর বাংলা পরপর উইকেট হারাতে থাকে। আগের দুই ম্যাচে শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল দুরন্ত খেললেও এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যর্থ হন। একটা সময় মনে হচ্ছিল আবার ব্যাটিং বিপর্যয় ঘটবে বাংলার। তবে সেখান থেকে আবার খেলার হাল ধরেন বহু যুদ্ধের নায়ক মনোজ তিওয়ারি এবং সায়ন শেখর মন্ডল। দুজনেই সপ্তম উইকেটের জন্য ৬১ রান যোগ করে বর্তমানে দিনের শেষে ক্রিজে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version