ক্রিকেট

Ranji Trophy: দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে চন্ডীগড়; বাংলার লক্ষ্য ফলো-অন করানো…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই রঞ্জি ট্রফি মরশুমে নিজেদের তৃতীয় ম্যাচে চন্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পরে, বল হাতে চন্ডীগড়কে ভালরকম চাপে ফেলে দিয়েছে বাংলা। ‌ দ্বিতীয় দিনের শেষে চন্ডীগড় ৬ উইকেট খুইয়ে ১৩৩ রান তুলেছে। এদিন কটকের বারাবাটি স্টেডিয়ামে দিনটা ছিল সায়ন শেখর মন্ডলের। প্রথমে ব্যাট হাতে অপরাজিত ৯৭ রান করার পরে, দুটি উইকেটও নেন তিনি।

প্রসঙ্গত ম্যাচের দ্বিতীয় দিনে ৪৩৭ রান তুলে অল আউট হয়ে গেলেও, বোর্ডে বড় রান থাকায় আত্মবিশ্বাস নিয়ে বল করেন বাংলার বোলাররা। তাই মুকেশ কুমার আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য হারনুর সিংকে। অন্যদিকে আকাশ দীপ চোটগ্রস্ত হওয়ায় এই ম্যাচে বাংলা রয়ে গেলেন নীলকন্ঠ দাস। তিনি প্রথম ইনিংসে এখনো পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সায়ন নেন দুটি উইকেট। এখন তৃতীয় দিনে বাংলার লক্ষ্য চন্ডীগড়কে ফলো-অন করানো।

বাংলা যদি এই ম্যাচটি জিততে পারে তবে তাদের নকআউটে চলে যেতে আর কোনো বাধা থাকবে না। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে সেই পর্ব খেলা হবে। এবারের রঞ্জি ট্রফিতে দেখতে গেলে বেশ সহজ গ্রুপেই ছিল বাংলা। গতবারের রঞ্জি ট্রফি রানার্স বাংলা তাদের বি গ্রুপ থেকে শীর্ষ স্থান ধরে রেখেই পরের রাউন্ডে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

প্রসঙ্গত এই ম্যাচে বাংলার হয়ে প্রথম দিন শত রান পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরন। এছাড়া অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার করেন ৯৫ রান। দ্বিতীয় দিনে অর্ধশত রান করে আউট হন মনোজ। এরপর বাংলাকে ব্যাট হাতে এগিয়ে নিয়ে যান সায়ন শেখর মন্ডল। তিনি ৯৭ রানে অপরাজিত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version