ক্রিকেট
Ranji Trophy: ওড়িশার বিরুদ্ধে চলতি মরশুমে প্রথম হারের মুখ দেখল বাংলা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে প্রথম হারের মুখ দেখল বাংলা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ওড়িশার বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গেলেন মনোজ, অনুষ্টুপরা। শুক্রবার শেষ দিন জেতার জন্য ওড়িশার প্রয়োজন ছিল ১১২ রান, আর মাত্র তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় সেই রান তুলে নেয় ওড়িশা। এর আগে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৭৬ রানে। প্রসঙ্গত প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিল বাংলা দল। যদিও এই ম্যাচে হারলেও বাংলার নকআউট পর্বে খেলতে কোন অসুবিধা নেই।
এর আগে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার রান ছিল ৩ উইকেটে ২২০। সেই সময় দলের হয়ে মাঠে ছিলেন অধিনায়ক মনোজ তিওয়ারি এবং অভিমন্যু ঈশ্বরন। অভিমুন্য ১৪টি বাউন্ডারির সৌজন্যে ১০১ রান করেন। যদিও তারপরেই তিনি আউট হয়ে যান। অন্যদিকে ব্যাট হাতে যথেষ্ট লড়াই করেন মনোজ। তিনি ৫২ রানের ইনিংস খেলেন। চতুর্থ উইকেট এর জন্য এই দুজনের জুটি তোলেন ১১২ রান। যদিও তারপর আর কেউ বাংলার হয়ে বড় রান করতে পারেননি। ৬ নম্বরে ব্যাট করতে নেমে বাংলার উইকেট রক্ষক অভিষেক পোড়েল ঝোড়ো ৩৮ রানের ইনিংস খেললেও তিনি শেষ রক্ষা করতে পারেন নি, কারণ বাকিরা কেউ আর দুই সংখ্যায় নিয়ে যেতে পারেননি। যদিও প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও চোটের কারণে ব্যাট করতে পারেননি বাংলার অনুষ্ঠুপ মজুমদার।