ক্রিকেট

Ranji Trophy: চন্ডীগড়ের বিরুদ্ধে জিততে শেষ দিনে বাংলার দরকার আর ৮ উইকেট…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চন্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে সরাসরি জয় পেতে বাংলার আর প্রয়োজন মাত্র আটটি উইকেট। আর ঈশান পোড়েলদের হাতে এই ৮ উইকেট নেওয়ার জন্য পড়ে রয়েছে রবিবারের গোটা দিনটা। অন্যদিকে চণ্ডীগড়ের লক্ষ্য এই ম্যাচটা কোনওভাবে ড্র করা, কারণ একদিনে ৩৯৯ রান তাড়া করে সেখানে পৌছানো প্রায় অসম্ভব ব্যাপার। তার উপরে তারা ইতিমধ্যে ২ উইকেট হারিয়ে ফেলেছে। বরং বাংলার এই ম্যাচটা জেতার সম্ভাবনা সবথেকে বেশি কারণ তাদের আর ৮ উইকেট নেওয়া বাকি রয়েছে।

এর আগে প্রথম ইনিংসে বাংলা ৪৩৭ রান করার পরে জবাবে ব্যাট করতে নেমে ২০৬ রানে অলআউট হয়ে যায় চন্ডীগড়। শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার সময় তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৩৩। আর মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই তারা অলআউট হয়ে যায়। শেষ চারটি উইকেটের মধ্যে ইশান পোড়েল ২টি এবং মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১টি করে উইকেট নিয়েছেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ধাক্কা খায় বাংলা। ১৮ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে তারা। অভিমন্যু ঈশ্বরণ আউট হন ১৪ করে। এর পর একের পর এক উইকেট তারা হারাতে থাকে। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলা। ঋত্বিক রায় চৌধুরী ৬ করে আউট হন। সুদীপ ঘরামি আউট হন মাত্র ১৩ রান করে। মন্ত্রীমশাইও ফের ব্যর্থ। মনোজ তিওয়ারিও আউট হন ১৩ করে। দলের হাল ধরার চেষ্টা করেন অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলরা। অনুষ্টুপ ৪৩ করে আউট হন। অভিষেকের সংগ্রহ ৩৮ রান। এ ছাড়াও ৩২ রান করেন শাহবাজ আহমেদ। ৮ উইকেট হারিয়ে ১৮১ রান করে বাংলা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। মোট ৪১২ রানে এগিয়ে থেকেই ডিক্লেয়ার করেছে বাংলা।

রান তাড়া করতে নেমে আবার ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে চণ্ডীগড়। মুকেশ কুমার এবং ইশান পোড়েল ১টি করে উইকেট নিয়েছেন। আরসলান খান ৪ রান করে আউট হয়েছেন। ১০ করে প্যাভিলিয়নে ফিরেছেন হরনুর সিং। এখন চণ্ডীগড়ের হাতে ৮ উইকেট আছে। তারা ম্যাচ জিততে না পারলেও ড্র কি করতে পারবে? চলছে জল্পনা। যদিও বাংলা শিবিরের ইতিমধ্যেই সেই বিশ্বাস ঢুকে গেছে যে তারা আগামীকাল চণ্ডীগড়ের ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচটি জিতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version