ক্রিকেট

ফ্লোরিডায় বৃষ্টিই কাঁটা ভারতের

Published

on

সৌরভ রায়; ফ্লোরিডা, ১৪ জুন – চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ’তে শনিবার নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে কানাডার। এই ম্যাচটি ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, শেষ কয়েক দিনে হ্যারিকেন ঝড়ের কারণে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। অনেকেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির কাছে এমন দাবিও জানিয়েছিলেন যেন ভারত, পাকিস্তান ম্যাচ অন্যত্র সরানো হয়। এরই মাঝে শুক্রবার ভারতীয় দলের অনুশীলনও আগেই বাতিল করে দেওয়া হয়। তবে এতকিছু খারাপের মধ্যেও, হঠাৎই সামান্য হলেও খুশির খবর এল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। শুক্রবার সকাল থেকে বৃষ্টি বন্ধ ছিল ফ্লোরিডায়। তবে দুপুরে ফের একবার বৃষ্টি আসে। তবুও শনিবার ভারত বনাম কানাডা ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এরই মাঝে পাকিস্তান সমর্থকদের জন্য খারাপ খবর রয়েছে। সকাল থেকে ফ্লোরিডায় বৃষ্টি না হলেও, যে মাঠে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচ হওয়ার কথা রয়েছে, সেখানে আউটফিল্ড ভিজে থাকার কারণে ম্যাচ শুরু করা যায়নি। এই প্রতিবেদন লেখার সময় (স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিট)
ফের একবার বৃষ্টি নামে ফ্লোরিডায়। আম্পায়াররা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করলেও, আউটফিল্ড ভিজে থাকায় তাঁরা ম্যাচ শুরু করার অনুমতি দেননি। শেষ পর্যন্ত এই ম্যাচটি যদি সত্যিই না হয়, তবে পাকিস্তান, কানাডা এবং আয়ারল্যান্ড প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। অন্যদিকে পয়েন্ট বেশি থাকার কারণে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সুপার এইটের যোগ্যতা অর্জন করে ফেলবে।

ভারত বনাম কানাডা ম্যাচটি আবহাওয়া ভাল থাকলে যদি অনুষ্ঠিত হয়, তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তারকা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে এই ম্যাচে সুযোগ দিতে পারে। এর প্রধান কারণ সুপার এইটে ভারত আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ম্যাচ খেলবে। সেখানের পিচে স্পিনাররা অনেক বেশি সুবিধা পাবেন। তাই হয়তো টিম ম্যানেজমেন্ট কুলদীপকে তৈরি রাখতে চাইছে। এছাড়া জসপ্রীত বুমরাহকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। টিম ম্যানেজমেন্ট চাইছে বুমরাহ সুপার এইটে একদম তরতাজা হয়ে মাঠে নামুন। তবে যেহেতু ফ্লোরিডার মাঠের আউটফিল্ডের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই শনিবার ম্যাচ অনুষ্ঠিত হলে ভারতীয় ক্রিকেটারদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। সামনেই সুপার এইটের ম্যাচ। তার আগে কোনওরকম চোট সমস্যায় রোহিত, কোহলিরা যাতে না ভোগেন সেই বিষয়ে ম্যানেজমেন্টকে বিশেষ নজর দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version