আন্তর্জাতিক ক্রিকেট
IND vs BAN: বৃষ্টির জন্য বাতিল কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছিল দ্বিতীয় টেস্টের প্রথম দিনে। দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য খেলাই শুরু করা গেল না। বৃষ্টির জন্য ও খারাপ আউটফিল্ডের বাতিল করা হল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। এদিন কানপুরের টেস্টে মাঠে নামতেই পারলেন না রোহিত-সাকিবরা। ফলে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১০৭ রানেই বজায় থাকল। কানপুর টেস্ট শুরুর আগে থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল ছিল। প্রথম দিনই সেই সম্ভবনা সত্যি হয়। বৃষ্টির জন্য শুক্রবার একঘন্টা পিছিয়ে টস করা হয়। সেই টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা সিদ্ধান্ত নেন প্রথমে বোলিং করার। কিন্তু তারপরেই দ্বিতীয় সেশনে প্রবল বৃষ্টির জন্য বন্ধ হয় খেলা। যার ফলে মাত্র ৩৫ ওভারেই থামাতে হয় প্রথম দিনের খেলা।
দ্বিতীয় দিনের শুরুতেও বৃষ্টির প্রকোপ কমেনি। দুই দলের খেলোয়াড়রাই মাঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষ হোটেলে ফিরে যান। মাঝে বৃষ্টি কিছুটা কমলেও পুরোপুরিভাবে শুকানো যায়নি কানপুরের মাঠ। ফলে দ্বিতীয় দিনের খেলা বাতিল বলে ঘোষণা করে দেওয়া হল। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কালকের আবহাওয়া তুলনামূলক ভালো থাকবে আজকের তুলনায়। সামান্য বৃষ্টি হওয়ার সম্ভবনা থাকলেও আশা করা যাচ্ছে আজকের মত বৃষ্টির প্রভাব এত বেশি হবে না। এবারে দেখার বৃষ্টির প্রকোপ কাটিয়ে কত দ্রুত শুরু করা যায় ভারত-বাংলাদেশের এই টেস্ট ম্যাচ।