আন্তর্জাতিক ক্রিকেট
১০০তম টেস্টে গাভাস্কারের থেকে সংবর্ধনা পেলেন চেতেশ্বর পুজারা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে দেশের হয়ে ১০০তম টেস্ট ম্যাচ খেললেন চেতেশ্বর পুজারা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি।
এদিন ম্যাচ শুরুর আগে চেতেশ্বর পুজারাকে সংবর্ধনা জানান গাভাস্কার। নিজের পরিবার এবং বন্ধুদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি পুজারা বলেন, “আমি বিশ্বাস করি জীবন এবং টেস্ট ক্রিকেট অনেকটা একই রকম। ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ ফরম্যাট হল টেস্ট ক্রিকেট যেখানে প্রতি পদক্ষেপে পরীক্ষা দিতে হয়। কখনো স্নায়ুর, কখনো চরিত্রের। হেরে যাওয়ার পরে বারবার ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয় এই ফরম্যাট। আর ভেঙে না পড়ে লড়াই চালিয়ে গেলে কামব্যাক অবশ্যম্ভাবী। আমি ভাগ্যবান আজ এই জায়গায় পৌঁছতে পেরে।” তবে এদিন সংবর্ধনা এবং গার্ড অফ অনারের পাশাপাশি খোদ গাভাস্কারের থেকে প্রশংসা কুড়িয়েছেন পুজারা। ১০০ তম টেস্টে তিনি যেন সেঞ্চুরি করতে পারেন সেই প্রার্থনার পাশাপাশি গাভাস্কার বলেন, “তুমি দেশের জন্য নিজের সবটুকু দিয়ে লড়াই করেছ। হাজার একটা বাধা পেরিয়ে বারবার উঠে দাঁড়িয়েছ এবং বোলারদের চোখের চোখ রেখে তোমার উইকেট তুলে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছ। তোমার করা প্রত্যেকটা রান ভারতের কাছে তাই গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের কাছে তুমি রোল মডেল। তুমি তাদের শিখিয়েছ কিভাবে আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের দ্বারা নিজের স্বপ্নকে ছুঁয়ে ফেলা যায়। ১০০ তম ম্যাচে তোমাকে স্বাগত জানাই।”