আইপিএল

জেল থেকে বেরিয়েই পৃথ্বীসহ তার বন্ধুদের বিরুদ্ধে ফের মামলা অভিযুক্ত তরুনীর

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিগত কয়েকদিন ধরে বিতর্কে জর্জরিত ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। যখন প্রায় সবাই ধরেই নিয়েছিল যে এই বিতর্কে ইতি পড়তে চলেছে ঠিক তখনই আবার নতুন করে বিতর্ক উস্কে দিলেন ভোজপুরি অভিনেত্রী স্বপ্না গিল। পৃথ্বী সহ তার বন্ধু আশীষ যাদবের বিরুদ্ধেও মোট ১০ টি ধারায় দায়ের করলেন মামলা।

প্রসঙ্গত, একটি বিলাসবহুল রেস্তোরায় পৃথ্বী তার বন্ধুদের সঙ্গে নৈশভোজ সারতে গিয়ে ভক্তদের আবদারে অনেকের সাথে নিজস্বী তুলেছেন। কিন্তু ক্রমাগত ভিড় বাড়তে থাকায় কিছুটা বিরক্ত হয়েই তিনি হোটেল ম্যানেজার কে জানিয়েছিলেন যে ব্যক্তিগত সময় কাটাতে তিনি এখানে এসেছেন তাই তাকে যেন আর বিরক্ত করা না হয়। তখনো একটি দলের সদস্যরা তাকে বারবার বিরক্ত করতে থাকলে ম্যানেজার তাদের হোটেল থেকে বেরিয়ে যেতে আদেশ দেন। এরপর যখন বৃদ্ধি ও তার বন্ধুরা হোটেলের বাইরে আসে তখনই শুরু হয় মূল ঝামেলা। এই গোটা দল তাদের ওপর চড়াও হয়ে তাদের আক্রমণ করে এমনকি ভেঙ্গে দেয় তাদের গাড়ির কাঁচও। নিরাপত্তার কারণে পৃথ্বী অন্য একটি গাড়িতে করে রওনা দিলে তার পিছনে ধাওয়া করে এরা এবং একসময় গাড়ি থেকে একজন তরুণী বেরিয়ে এসে পঞ্চাশ হাজার টাকার দাবি জানায়। এই তরুণী ভোজপুরি অভিনেত্রী স্বপ্না গিল। তাকে টাকা না দেওয়া হলে তিনি পৃথ্বী এবং তার বন্ধুদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনবে বলে হুমকি দেন। পরবর্তীতে তিনি পুলিশের কাছে গেলে তার কথাবার্তা অসংলগ্ন লাগায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওশিওয়াড়া থানায় তিনি ভারতীয় ক্রিকেটার সহ তার বন্ধুদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছিলেন। এবং তার আইনজীবী ও বলেছিলেন যে তার মক্কেলকেই ব্যাট দিয়ে আঘাত করেছেন পৃথ্বী।

গত ১৬ই ফেব্রুয়ারি স্বপ্না সহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে গত সোমবার তাদেরকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়েও পৃথ্বীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনেন অভিনেত্রী। আদালতের তরফে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হলে তাদের জামিনের অভিযোগ খারিজ হয়ে যায়। তারপরেও জামিনের জন্য আবেদন করেছিলেন তার আইনজীবী। জানিয়েছিলেন তার মক্কেলের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। দুপক্ষের আইনজীবীদের সওয়াল শোনার পরে জামিন মঞ্জুর করেন বিচারক। ওই একই থানায় পৃথ্বীর বন্ধু আশীষ যাদব অভিযুক্ত আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অন্যদিকে এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দিয়ে স্বপ্না জানিয়েছিলেন পৃথ্বী নিজেই তাকে হেনস্থা করেন এবং তার হাতে ও বুকে আঘাত করার পরে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন। তবে জামিন পাওয়ার পরই ফের পৃথ্বীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ভোজপুরি অভিনেত্রী। মুম্বাইয়ের বিমানবন্দর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৪, ১২০বি, ১৪৬, ১৪৮, ১৪৯, ৩২৩, ৩২৪, ৩৫১, ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে পৃথ্বীসহ তার বন্ধুদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version