আন্তর্জাতিক ক্রিকেট

মত্ত অবস্থায় তরুণীকে ব্যাটের আঘাত, পৃথ্বী শ’র বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছন ছাড়ছে না পৃথ্বী শ’র। সময় যত এগোচ্ছে ততই বিতর্কের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছেন এই ক্রিকেটার।

সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েছিলেন পৃথ্বী সহ তার বন্ধুরা। ঘটনাটি ঘটে বুধবার রাতে। সান্তাক্রুজের বিলাসবহুল হোটেলে বন্ধুদের সাথে নৈশভোজে গিয়েছিলেন পৃথ্বী। সেখানে বেশ কয়েকজন অনুরাগী তার সাথে ছবি তোলার জন্য আবদার জানালে ক্রিকেটার পৃথ্বী হাসিমুখে সেই আবদার পূরণ করেন। কিন্তু এরপর ভিড় বাড়তে থাকলে একটু বিরক্ত হয়ে স্পষ্ট জানিয়ে দেন যে ব্যক্তিগত সময় কাটাতে এখানে এসেছেন তিনি। তারপরেও বেশ কিছু ভক্ত এসে তাকে বিরক্ত করতে থাকলে পৃথ্বীর বন্ধুরা হোটেলের ম্যানেজারকে ফোন করে অভিযোগ দায়ের করেন। ম্যানেজারের আদেশে এই গোটা দলটিকে হোটেল থেকে বার করে দেওয়া হয় এবং এখানেই শুরু হয় ঝামেলা। পৃথ্বী এবং তার বন্ধুরা বেরোনোর সময় লক্ষ্য করেন এই দলের সদস্যরা বেসবল ব্যাট নিয়ে অপেক্ষা করছেন তাদেরই জন্য। তাদের গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেন এরা। নিরাপত্তার কারণে পৃথ্বী অন্য গাড়িতে গেলে সেই গাড়ির পিছনে ধাওয়া করেন এই দলের সদস্যরা। যোগেশ্বরী লোটাস পেট্রল পাম্পের কাছে গাড়ি দাঁড় করানোর পর গোটা দলটি গাড়ি থেকে নেমে আসে এবং তাদের মধ্যেই ছিলেন এক তরুণী। তিনি এসে হুমকি দেন ৫০,০০০ টাকা না দেওয়া হলে তিনি পৃথ্বীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনবেন। অনভিপ্রেত এই ঘটনার পরে পৃথ্বী এবং তার বন্ধুরা ওশিওয়ারা থানায় এই গোটা দলটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে হোটেলে তারা নৈশভোজে গিয়েছিলেন সেখান থেকে স্বপ্না গিল এবং শোভিত ঠাকুর নামের দুজনকে চিহ্নিত করা হয়। মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। কিন্তু এরপর ঘটনা সম্পূর্ণ অন্য মোড় নেয় যখন স্বপ্না এবং তার বন্ধুরা উল্টে পৃথ্বীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় পৌঁছন। কিন্তু স্বপ্নার কথা অসংলগ্ন থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। আর তারপরে সংবাদ সংস্থার কাছে স্বপ্নার আইনজীবী আলী কাসিফ খান জানান পৃথ্বী সেদিন রাতে ব্যাট দিয়ে স্বপ্নাকে আঘাত করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেন যে সেদিন পৃথ্বী মত্ত অবস্থায় হোটেলে পার্টি করছিলেন। স্বপ্নার সাথে তার কোন পূর্ব পরিচিতি ছিল না। কিন্তু দীর্ঘদিন ধরে স্বপ্না তার ভক্ত এবং তাই সামনে তাকে দেখে তিনি শুধুমাত্র ছবি তুলতে চেয়েছিলেন। এই অবস্থায় স্বপ্নাকে ব্যাট দিয়ে আঘাত করার পর মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বেরিয়ে যান পৃথ্বী। এমনকি রাস্তায় আরো একটি বাইক কেউ আঘাত করেছেন এই ক্রিকেটার বলে অভিযোগ তুলেছেন তিনি। এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি পৃথ্বী নিজে। এখন দেখার এই ঘটনার জল ঠিক কতদূর গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version