আন্তর্জাতিক ক্রিকেট
পাকিস্তান ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারি ভারতকে
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ফের নতুন বিতর্কে জড়াতে চলেছে বিসিসিআই। সূত্রের খবর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহকে।
রমিজ রাজার সুরেই সুর মিলিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন তার দেশেই খেলতে হবে এশিয়া কাপ, নইলে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে আসবে না পাকিস্তান। গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পড়েছিল পাকিস্তানের উপর। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ গত অক্টোবর মাসে স্পষ্ট জানিয়েছিলেন দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। তার পর থেকেই বিসিসিআইয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হতে শুরু করে। সূত্রের খবর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি পাল্টা হুশিয়ারি দিয়েছেন ভারতকে। তিনি স্পষ্ট জানিয়েছেন এশিয়া কাপ এবং আগামী ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব কোনভাবেই হস্তান্তর করবে না পাকিস্তান। এমনকি সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন তিনি। তার মতে এশিয়া কাপে একাধিক দেশ অংশগ্রহণ করবে এবং প্রতিটি দেশকে বিশেষ করে ভারতকে সব রকম সুরক্ষা দেওয়ার বন্দোবস্ত করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই আশ্বাস দেওয়ার পরে ভারতের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ খেলায় আর কোন অসুবিধে থাকতেই পারে না। এর পাশাপাশি তিনি আরো বলেছেন, যদি ভারতীয় সরকার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসতে না দেয়, তাহলে ৫০ ওভারের বিশ্বকাপে ভারতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। এখন দেখার বিসিসিআই এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে।