আন্তর্জাতিক ক্রিকেট

তৃতীয় টেস্ট: অস্ট্রেলিয়ার দলে রদবদল, তৃতীয় টেস্টে কে থাকবেন কে থাকবেন না জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া শিবির থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে কালো মেঘের ছায়া। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, যশ হ্যাজলউডদের দেশে ফিরে যাওয়ার পর একটু মুষড়ে পড়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তৃতীয় টেস্টের আগেই সম্পূর্ণ ফিট হয়ে আবার দলে ফিরতে চলেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। শুক্রবার নিজেই ঘোষণা করেন ইন্দোরে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলার কথাও। আর তারপর থেকেই বেশ কিছুটা চনমনে দেখাচ্ছে অস্ট্রেলিয়া শিবিরকে।

৪ ম্যাচের টেস্ট সিরিজে আপাতত ২-০ তে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে একদিকে ক্যামেরন গ্রিনের কামব্যাক, অন্যদিকে পেশার মিচেল স্টার্কের ফিরে আসা অনেকটাই মনোবল জোগাচ্ছে তাদের। গত বছর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আঙুল ভেঙে যাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন গ্রিন। তবে এবার সম্পূর্ণ ফিট হয়ে তিনি জানালেন, “আমি চেষ্টা করলে আগের ম্যাচেও যোগ দিতে পারতাম তবে এই একটা অতিরিক্ত সপ্তাহ নিজেকে বিশ্রাম দিতে পেরে আরো বেশি সতেজ লাগছে। এখন আমি ১০০% তৈরি মাঠে নামার জন্য।” পাশাপাশি নিজের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “বল করতে কোনরকম সমস্যা হচ্ছে না। যদিও আমাদের ধারণা ছিল বল সুইং করার সময় হয়তো আঙ্গুলে ব্যথা লাগতে পারে কিন্তু মাঠে নেমে সেরকম কোন অস্বস্তির মুখোমুখি পড়িনি।” আগামী চার মাসের জন্য ভারতেই থাকবেন গ্রিন।

অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা অনুযায়ী তৃতীয় টেস্টের দলে থাকবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অনুপস্থিতির কারণ হিসেবে কামিন্স জানিয়েছেন তার মায়ের কঠিন অসুখের কথা। এই পরিস্থিতিতে নিজের বাড়িতে কাছের মানুষদের সাথে সময় কাটাতে চাইছেন তিনি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবে স্টিভ স্মিথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version