আন্তর্জাতিক ক্রিকেট

পন্থকে নিয়ে চিন্তিত অজি অধিনায়ক প্যাট কামিন্স…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রায় এক বছর বাদে টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। ফিরেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার। স্বভাবতই আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগে তাঁর ফর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। পন্থকে শান্ত রাখার মন্ত্র খুজছেন তিনি।

এর আগে ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে, ব্রিসবেনের মাঠে ম্যাচ জিতিয়েছিলেন পন্থ। সেই কীর্তিমানের কথা আজও ভোলেননি অজি অধিনায়ক। কামিন্স বলছেন, “প্রায় প্রতি ম্যাচেই ঋষভ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতের জন্য। তার সঙ্গে কিছু অদ্ভুত শট রয়েছেই। ঋষভ খুব সুন্দর রিভার্স শট খেলতে পারেন আর সেটা তাঁর খেলার অংশ। আমরা সেইসব কিছুকে মানিয়ে নিয়ে চেষ্টা করছি ঋষভকে কীভাবে চুপ করিয়ে রাখা যায়।” সেই কারণেই অস্ত্র হিসেবে কামিন্সও মজুত করে রেখেছন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শকে। তিনি জানিয়েছেন, “প্রতিটা দলেই কিছু এমন খেলোয়াড় থাকেন যারা ম্যাচের রূপরেখা ঘুরিয়ে দিতে পারেন। আমাদের দলেও যেমন ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ রয়েছেন। তাঁদেরও যথেষ্ট দক্ষতা রয়েছে বিপক্ষের ঝুড়ি থেকে ম্যাচ বের করে নিয়ে আসার।”

এই বছরের শেষেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে যাবে ভারতীয় দল। ২২ নভেম্বর ভারত প্রথম টেস্ট খেলতে নামবে পার্থে। ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। যেটি আয়োজিত হবে অ্যাডিলেড ওভালে। যেটি হবে দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। এর আগের বার অস্ট্রেলিয়া সফরে এই দিন-রাতের টেস্টেই, মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের ইনিংস। তারপর দুরন্ত খেলায় ফেরত এসে সিরিজ নিজেদের নামে করে নেয় ভারত। ভারতের কাছে এবারেও লক্ষ্য একটাই হবে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে দেশে ফেরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version