ক্রিকেট
ভারতের অনুশীলনে হাজির ঋষভ পন্থ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সকলকে চমকে দিয়ে হঠাৎই বেঙ্গালুরুতে ভারতের অনুশীলনে হাজির ঋষভ পন্থ। বুধবার বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। মাঠে তখন অনুশীলনে মগ্ন রোহিত, বিরাটরা। হঠাৎই অনুশীলনে দেখা গেল ঋষভ পন্থকে। অনুশীলনে এসে সতীর্থদের সাথে দেখা করলেন তিনি। ভারতীয় প্লেয়ারদের সাথে অনেকটা সময়ও কাটালেন পন্থ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দূর্ঘটনার পর থেকেই দীর্ঘদিন মাঠের বাইরে ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান।
অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। মাঝে দেল্লি ক্যাপিটালসের শিবিরেও দেখা গিয়েছিল পন্থকে। তবে আবার কবে মাঠে ফিরবেন তা এখনও জানা যায়নি। কিন্তু ধীরে ধীরে নিজেকে যে ক্রিকেট আবহের মধ্যে নিয়ে আসতে চাইছেন তা বোঝাই যাচ্ছে। এদিন অনুশীলনে এসে প্রথমে গিয়ে বিরাট ও রিঙ্কুর সঙ্গে কথা বলেন পন্থ। রিঙ্কুর কাছ থেকে তাঁর ব্যাটও নেন তিনি। ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় ঋষভকে। পরে দলের আরও কয়েক জন ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি। হাসি মুখে তাঁদের কথা বলতে দেখা যায় পন্থকে।
আন্তর্জাতিক ক্রিকেট
IND vs BAN: বাংলাদেশকে কড়া জবাব রোহিতের…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়বে বেশ কয়েকগুণ একথা ক্রিকেট দুনিয়ায় নতুন নয়। তবে মাঠের বাইরের সম্পর্ক যতই ভালো হোক না কেন মাঠের মধ্যে যে ভারতীয় ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক আদায় কাঁচকলায় তার আরও একবার প্রমাণ মিলল রোহিত শর্মার সাংবাদিক সম্মেলনে।
আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে সেখানেই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগেই ভারতকে যে নিশানা করছে সেই বিষয়ে তাঁর কী মনে হয়? আর এর প্রশ্নের উত্তর বেশ মজার ছলে জবাব দেন ভারত অধিনায়ক। তিনি বলেন, “ক্রিকেটে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে ভারতকে হারাতে পারা অনেক দলেরই স্বপ্ন। আর স্বপ্ন দেখা এবং উপভোগ করা ভালো। ওদেরকে মজা করতে দিন। আমার মনে হয় না ওদের কোনওরকম মন্তব্য নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। বরং নিজেদের খেলা নিয়ে আরও বেশি সচেতন হলে ফলাফল ভালো হবে।” বাংলাদেশ ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়েও খুব একটা চিন্তিত নন ভারতের অধিনায়ক। “দেখুন, ক্রিকেটটা মাঠে খেলা হয়। আর তার নির্দিষ্ট সময় থাকে। আমরা যখন মাঠে নামি আমাদের একটাই লক্ষ্য থাকে ম্যাচ জেতা। এর বাইরে অন্য কোনও কথা আমাদের মাথায় ঘুরপাক খায় না।” এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এখনই কোনরকম বিতর্কে জড়াতে চাইছেন না ভারতীয় অধিনায়ক। বরং মাঠের জবাব মাঠেই দিতে প্রস্তুত তিনি।
প্রসঙ্গত দীর্ঘ দিনের বিরতির পর আবার মাঠে নামতে চলেছে ভারতীয় টেস্ট দল। এর আগে শেষবার এই বছরেরই মার্চ মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট খেলেছিলেন রোহিতরা। তবে এই বিরতি তাঁদের পারফরমেন্সে কোনোভাবেই ছাপ ফেলবে না সেই বিষয়ে যথেষ্ট নিশ্চিত ভারত অধিনায়ক। বরং তিনি বিশ্বাস করেন দলীপ ট্রফি খেলে অনেক বেশি মজবুত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার ভারত বনাম বাংলাদেশ সিরিজে শেষ হাসি কে হাসে!
ক্রিকেট
IND vs BAN: বাংলাদেশ সিরিজের আগে নতুন চমক রোহিত শর্মার…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কা সফরের পর ফের ভারতকে নেতৃত্ব দিতে মাঠে নামছেন রোহিত শর্মা। দুই ম্যাচের টেস্ট সিরিজে এবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। ইতিমধ্যেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। আর সেই অনুশীলনেই অধিনায়কের পক্ষ থেকে এল বড় চমক।
নেট প্র্যাকটিসের সময় রোহিত শর্মাকে একটি বিশেষ ধরনের শট খেলতে দেখা গেল এদিন, যা খুব বেশি খেলতে দেখা যায় না ভারত অধিনায়ককে। তাহলে কি বাংলাদেশের স্পিনের জবাবেই নিজেকে আরও মজবুত করতে চাইছেন রোহিত শর্মা? নেটে তাঁর রিভার্স স্যুইপ অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত এবং চতুর্থ স্থান দখল করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে একদমই হালকাভাবে নিতে চাইছেন না রোহিত। এটা তাঁর অনুশীলন থেকেই স্পষ্ট। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র টেস্ট সিরিজ জয়ই নয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে মেহেদি হাসানরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস যে যথেষ্ট মজবুত সেই বিষয়ে কোন সন্দেহ নেই। আগামী ১৯ তারিখ চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল। তার আগে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত রাখতে চাইছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২৭ তারিখ কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবেন রোহিত শর্মারা।
ক্রিকেট
ঈশানের নিশানায় বিসিসিআই? পোস্ট ঘিরে জল্পনা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চোটের কারণে দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু লাল বলের ক্রিকেট আবার দেখল এক দুরন্ত কামব্যাক। দলীপের সেকেন্ড রাউন্ডে ভারতের সি স্কোয়াডে জায়গা হয়েছিল ঈশানের। আর মাঠে নেমেই এবার সেঞ্চুরি হাঁকালেন তিনি। তারপর সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ একটি বার্তা। তবে কাকে লক্ষ্য করেছিল তাঁর এই বার্তা? অনেকেই মনে করছেন ঈশানের বার্তা আসলে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির উদ্দেশ্যে।
বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। কিন্তু সেই দলে জায়গা পাননি ঈশান কিশান। তবে দলীপ ট্রফিতে ১২৬ বলে ১১১ রান করে অজিত আগারকার পরিচালিত নির্বাচক কমিটির উদ্দেশ্যেই একটি বার্তা দিলেন ঈশান। এদিনের ম্যাচের বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “অসমাপ্ত কাজ”। আর তারপরেই এই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ক্রিকেট দুনিয়ায় একাংশ মনে করছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকেই নিশানা করে এমনটা লিখেছেন ঈশান।
প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন ভারতের এই তরুণ ক্রিকেটার। এখন দেখার পরবর্তীতে ভারতীয় দলে আবার ডাক পান কি না ঈশান।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি