আন্তর্জাতিক ক্রিকেট

IND vs BAN: ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে বিধ্বস্ত বাংলাদেশ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লাল বলের পর সাদা বলের ক্রিকেটেও দাপট অব্যাহত ভারতের। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারাল ভারত। তরুণ ক্রিকেটারদের উপর ভর করেই দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিলেন হার্দিকরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে শুরু থেকেই টিকতে পারেননি বাংলাদেশ ব্যাটাররা। নিয়মিত উইকেটের পতনে, চাপে পড়ে যায় মাঝের সারির ব্যাটাররা। একমাত্র অধিনায়ক নাজমুল শান্ত (২৭) এবং মেহেদি হাসানকে (৩৫) ছাড়া আর কেউই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং বরুন চক্রবর্তী। একটি করে উইকেট নেন হার্দিক, ময়াঙ্ক এবং ওয়াশিংটনও। শেষ পর্যন্ত কুড়ি ওভারের আগেই মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ব্যাটিং।

বাংলাদেশী বোলিংয়ের বিরুদ্ধে শুরু থেকেই মারমুখী পরিকল্পনা নিয়ে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মারা শুরু করলেও, দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে ফিরে যান অভিষেক। পাওয়ার প্লে-এর শেষ ওভারে মাত্র ২৯ রানে নিজের উইকেট খোয়ান স্যামসন। শুরুটা ভালো করলেও, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি অধিনায়ক সূর্যকুমার। তিনি করেন ২৯ রান। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ১৬ বলের ৩৯ রানের ঝোড়ো ইনিংসে দ্রুত জয় আশে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত, বিরাটদের অবসরের পর শুরু হয়েছে পরবর্তী প্রজন্মের খোঁজ। আজকের জয় বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তরুণ প্রজন্মের ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version