আন্তর্জাতিক ক্রিকেট

ফের জলঘোলা এশিয়া কাপ নিয়ে, পাকিস্তানেই খেলবে ভারত? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফের এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে শুরু হল নতুন বিতর্ক। পাকিস্তানে আয়োজিত হতে চলা এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করলেও নিরপেক্ষ দেশে গিয়ে রোহিত শর্মারা খেলবেন এমনটাই জানা গিয়েছিল। কিন্তু এবার এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পিসিবির কথার ভুল ব্যাখ্যা হয়েছে এমনটাও জানানো হল প্রতিবেশী দেশের তরফে।

ভারত এবং পাকিস্তান দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না টিম ইন্ডিয়া। তার পরিবর্তে কোন একটি নিরপেক্ষ দেশে প্রতিযোগিতা আয়োজন করার দাবিও তুলেছিল বিসিসিআই। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল ভারতের অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। বিতর্ক যখন তুঙ্গে ওঠে ঠিক সেই সময় শোনা যায় দুই দেশের মধ্যেই সমঝোতা হয়েছে এই শর্তে যে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে একটি নিরপেক্ষ দেশে। অর্থাৎ এশিয়া কাপের কোন ম্যাচ খেলার জন্যই পাকিস্তানের মাটিতে পা রাখতে হবে না ভারতীয় ক্রিকেটারদের।

কিন্তু শুক্রবার ফের এই বিতর্ককে উসকে দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়, “এশিয়া কাপে সব দল পাকিস্তানে এসে অংশগ্রহণ করবে। ভারতের ক্ষেত্রে এর কোন ব্যতিক্রম হবে কি না সেই বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। এশিয়া ক্রিকেট কাউন্সিল আপাতত এই বিষয়টি তদারক করছে। আসন্ন ওডিআই বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না বা কোন দেশের মাঠে সেই খেলা অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনো কোন মন্তব্য করা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।” এর পাশাপাশি আরোও জানানো হয় সংবাদমাধ্যমে বিভিন্নভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির ভুল ব্যাখ্যা করা হয়েছে। নিরপেক্ষ কোন দেশে এশিয়া কাপের আংশিক ম্যাচ পরিচালনার কথাও মাথায় রাখবে পাকিস্তান। তবে আইসিসির কাছে পাকিস্তানের পক্ষ থেকে আবেদন করা হবে যেন আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতের পরিবর্তে নিরপেক্ষ কোন দেশে খেলার অনুমতি দেওয়া হয় পাকিস্তানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version