আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: আইসিসির ভিডিওকে ঘিরে জল্পনা ক্রিকেটমহলে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পাক ভূমিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরে শোনাও গিয়েছিল যে পাকিস্তান গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না ভারত। সে বিষয়ে আইসিসিকে সরকারিভাবে জানিয়েও দিয়েছিল বিসিসিআই। তবে বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচনের একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছে গোটা ক্রিকেট মহলে। যেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পাকিস্তানের নাম। এবারে জল্পনা চলছে যে তাহলে কি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি?
ভারত যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেনা, সেই বিষয়ে সরকারের পরামর্শ নিতে পারে পিসিবি এমনটাই শোনা গিয়েছিল। এমনকি গোটা বিষয়টি নিয়ে সরকারের কাছে দারস্তও হয় পিসিবি। তবে সেখানের সিদ্ধান্তে পরিষ্কার জানানো হয় যে, কোনওমতেই পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ সরানো হবেনা। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব এবং অধিকার আমাদের হাতে রয়েছে। তাই আগামী দিনেও আমরা একই কথা বলব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো কোনওমতেই পাকিস্তানের বাইরে সরানো যাবেনা”।
এসবের মাঝেই বুধবার আইসিসি একটি ভিডিওর মাধ্যমে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো প্রকাশ করেছে। এবারে সেই লোগোতে নাম রয়েছে আয়োজক দেশ পাকিস্তানের। লোগো প্রকাশের ভিডিওতে ঐতিহ্যবাহী পাকিস্তানের ট্রাক আর্ট এবং লাহোরের শাহি কিলাও দেখা গেছে। যার ফলে জল্পনা উঠছে যে তাহলে কি পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? এর থেকেও বড় প্রশ্ন হল যে ভারত কি যাবে পড়শী দেশে প্রতিযোগিতা খেলতে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। অপরদিকে পুরুষদের পাশাপাশি এই প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফিও। এছাড়াও অনেক বছর বাদে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ফলে কোনওভাবেই সেই দায়িত্ব হাতছাড়া করতে চায়না পিসিবি। তবে পাকিস্তানের এই অনড় মনোভাবের ফলে চাপে পরে গিয়েছে আইসিসি। অন্যদিকে পিসিবি যুক্তি দিয়েছে, পাকিস্তানে এসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশ সিরিজ খেলে গেছে। তাই নিরাপত্তা নিয়ে কোনরূপ সমস্যা হবেনা পাকিস্তানে।