আন্তর্জাতিক ক্রিকেট

PAK vs ENG: বাদ নন, বিশ্রামে বাবর, আজব দাবি পাক কোচের..

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয় যে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন না বাবর আজম। কিন্তু তাঁকে বাদ দেওয়া হয়নি বলে দাবি সহকারী কোচ আজহার মাহমুদের। তিনি বলেন, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে তবে তার কোনো চোট নেই। এর পাশাপাশিই, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহও নিজেদের এই টেস্ট থেকে সরিয়ে নিয়েছেন বলেই দাবি করা হচ্ছে।

২০২৩ সাল থেকেই নিজের ফর্মের ধারেকাছে নেই প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ২০২২ সালের পর থেকে টেস্টে কোনও শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। শেষ নয়টি টেস্ট ম্যাচে মাত্র ৩৬৬ রান করেছেন তিনি। এবারে শোনা যাচ্ছে ব্যাটে রান পাচ্ছেননা বলেই বাদ দেওয়া হয়েছে বাবরকে। যদিও বাবরকে বাদ দেওয়ার যুক্তি মানতে রাজি নন মাহমুদ। দলের সহকারী কোচ বলেন, “পাকিস্তানের সামনে এখন অনেক ম্যাচ রয়েছে। বাবর আমাদের এক নম্বর ব্যাটার এবং তাঁর টেকনিক এবং ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই অবগত। এরপর আমাদের অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ের এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। সেই কারণের জন্যই দলের নির্বাচকেরা বাবরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ যেই পিচে খেলা হয়েছিল, এদিনও সেই পিচেই দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে। মুলতানেই হচ্ছে এই টেস্ট। এই ম্যাচে নেই দলের দুই তারকা জোরে বোলার শাহিন এবং নাসিম। মাহমুদ বলেন, “এর আগে আমরা বিপক্ষের উইকেট নিতে সমস্যার মুখে পড়েছি। সেই কারণের জন্যই এবারে আমরা স্পিনার বেশি খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। তার পাশাপাশি নাসিমের চোট রয়েছে এবং শাহিন ইতিমধ্যে প্রচুর ক্রিকেট খেলেছেন। তাই ম্যানেজমেন্ট তাদেরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version